দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে —
এই কথা কামরুল হাসান
ছবি এঁকে এবং অক্ষরে
লিখে গেসেন, — তখন বোধয়
এরশাদের সময়;
কিংবা না-প্রেমিক না-বিপ্লবী নির্মলেন্দু গুণ
যখন লিখসিলেন দূর হ দুঃশাসন
তখনও মনে হয়
এরশাদই ছিলেন ক্ষমতায়
না-হলে এরশাদের আগের কোনো সুসামরিক সজ্জন
উইকিতে দেখে এলাম বইটি রিলিজ হয় এরশাদেরই শাসনদশকের গোড়ায়
অ্যানিওয়ে
পেরিপ্ল্যানেটা অ্যামেরিকানা সাহিত্যদোহনে দেখা যায়
শয়ে শয়ে
সর্বকালে সর্বদেশে সর্বাবস্থায়
কাজেই, কথা সেইটা নয়
কথা হচ্ছে সেই বিশ্ববেহায়া আর
দুঃশাসনের কায়কারবার
দুইহাজারতেইশে এসে এক্কেবারে ব্যাকডেইটেড
চলতেসে অ্যা টু জেড
খাণ্ডবদাহন
শব্দটার দায়
আমার নায়
এর উদ্গাতা বাংলা কবিতায়
শামসুর রাহমান
মরবার ইমিডিয়েইট আগের ইলেকশনে
ভোট দিয়ে এসে ডেইলি নিউজপেপারের ফার্স্ট পেজে মন্তব্যপ্রতিবেদনে
ত্যক্ত গলায় বৃদ্ধ কবিটি বলসিলেন —
‘বিবেককে লাঞ্ছিত করে’ সেই পুরানা পাণ্ডাটারেই দিসেন
অন্তর্দাহপূর্ণ সমর্থন
রাজভোজনে রুচি আছে এহেন রসিকজন
কথাটায় যা বুঝবার বুঝিয়াই নিবেন
অবুঝের মতো ঘুরে কেন মরবেন আগানবাগান?
দেশ আজ তার লেখকদেরে লেইঞ্জাছাঁটানো লক্ষ্মীমন্ত ভোটার মনে করে
খেয়েদেয়ে গেয়ে বেড়ায় টেরেস্ট্রিয়ালে শাসকদলের ফৈরে এবং ফরে
লেখক অবশ্য ততক্ষণে
যেয়ে দাঁড়ায় আপন ঘরের দর্পণে
দেখে, আরে, এ কী! বিদঘুটে ব্যাপার —
চেনা চেনা চেহারাটি বিশ্ববেহায়ার!
—জাহেদ আহমদ ২০২৩
- জনতার কাব্যরুচির প্রতীক || ইলিয়াস কমল - December 14, 2024
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
COMMENTS