ঘুম ঘুম চোখে চুম গানটির গীতিকার || মোস্তাফিজুর রহমান জাভেদ   

ঘুম ঘুম চোখে চুম গানটির গীতিকার || মোস্তাফিজুর রহমান জাভেদ   

এই গানটির গীতিকার নিয়ে সত্যিকার অর্থে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে, আর সেটি হয়েছে মূলত কোক স্টুডিওতে প্রকাশিত গানটির পরিচিতিমূলক ডেসক্রিপশনে, ওখানে গীতিকার হিসেবে উল্লেখ করা হয়েছে এস. এম হেদায়েতের নাম, অথচ পূর্ববর্তী অনলাইন উৎসসমূহে গানটির গীতিকার হিসেবে কাওসার আহমেদ চৌধুরীর উল্লেখ পাওয়া যায়। জি-সিরিজ “ঘুড্ডি” সিনেমাটি ইউটিউবে তাদের ব্যানারে প্রকাশ করেছে, আবার আলাদাভাবে এই গানটিও প্রকাশ করেছে, দুটিতেই গীতিকার হিসেবে কাওসার চৌধুরীর উল্লেখ রয়েছে, পাশাপাশি ঘুড্ডি  সিনেমার কিংবা শাহনাজ রহমতুল্লাহর উইকিপিডিয়াতেও গীতিকার হিসেবে কাওসার আহমেদ চৌধুরীর কথাই লেখা আছে। ঘুড্ডির উইকিপিডিয়ায় সিনেমার ৫টি গানের মধ্যে “আবার এল যে সন্ধ্যা” ও “কে বাঁশি বাজায় রে” এই দুটি গানের গীতিকার হিসেবে এস. এম হেদায়েত এবং “ঘুম ঘুম চোখ” ও “সখি চলো না” এই দুটি গানের গীতিকার হিসেবে কাওসার আহমেদ চৌধুরীর উল্লেখ করা হয়েছে।

প্রয়োজনীয় লিঙ্কগুলি : 

  1. https://en.m.wikipedia.org/wiki/Ghuddi
  2. https://en.m.wikipedia.org/wiki/Shahnaz_Rahmatullah
  3. https://bangla.bdnews24.com/glitz/article1323539.bdnews
  4. https://youtu.be/idXzmWcVZCc
  5. https://youtu.be/WLlstprhPdY

মোস্তাফিজুর রহমান জাভেদ


ঘুম ঘুম চোখে চুম কোকস্টুডিয়ো প্রোডাকশন নিয়া আহমদ মিনহাজ 

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you