“তখন তুমি কই ছিলা, যখন আমি দুনিয়ার ভিত্তিগুলা রাখতেছিলাম? … যখন সকালবেলার তারাগুলা গাইতেছিল একসাথে, আর আল্লার বান্দারা সবাই আনন্দে চিৎকার করতেছিল?”
এই লাইন-কয়টা দিয়া সিনেমাটা শুরু হইছে।
এইটা আসলে সিনেমা না, স্ক্রিপ্টটা হয়তো একটা কবিতাই ছিল। খৃস্টধর্ম নিয়া লেখা কোনো কবিতা।
শুরু থিকাই মনখারাপ করার একটানা মিউজিক।
‘কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন’-এর ব্র্যাড পিট আর ‘মিস্টিক রিভার’-এর শন পেন।
দীর্ঘক্ষণ খালি অনুভূতিগুলার ফোটোগ্র্যাফিক রিপ্রেজেন্টেশন।
২.
“আমরা তোমার কাছে কেডা?”
এই বাক্যের মিনিট-দশেক পরে, কোনো সিন ছাড়া, ডক্যুমেন্টারি ফিল্মের মতো গ্রহনক্ষত্র জন্ম, উল্কাপতন, অগ্ন্যুৎপাতের পর আরেকটা বাক্য :
“আমরা কানছিলাম তোমার কাছে।”
৩.
তারপর আর কথা নাই কোনো, পানির নিচের আলো, মরুভূমি, জীবাশ্ম … আরো দশমিনিট কথাশূন্য, খালি চিত্রকল্প, দৃশ্যের পরে দৃশ্য … একা ডাইনোসার কই গেল?
“জীবনের পর জীবন। আমি খুঁজছি তোমারে।”
“আমার সবকিছু।”
৪.
“আমি জানার আগেই তোমারে ভালোবাসছিলাম। তোমারে বিশ্বাস করছিলাম।”
“আমি দেখতে চাই যা তুমি দেখ।”
অ্যাম্বিশাস ম্যুভি একটা এবং শুধুমাত্র বেশি-রকমের অ্যাম্বিশন দেখানোর জন্যই এইটা গোল্ডেন পাম পুরস্কার পাইছে ২০১১ সালে। ব্যবসাট্যবসা খুব-একটা ভালো হওয়ার কথা না।
৫.
একটা মধ্যবিত্ত পরিবার। বাবা তো স্বার্থপর (এবং ব্যর্থ) একটা লোকের নাম।
মা।
৬.
প্রতিটা পাতারে ভালোবাসো। প্রতিটা আলোর কণা।
৭.
আমি তোমার সাথে কথা বলতে পারব না। আমার দিকে তাকাইও না।
৮.
ভাই রে, মরা ভাই রে আমার …
ছেলে আমার!
সানফ্লাওয়ার বনের বাতাস
৯.
মন-টন খুববেশি খারাপ না থাকলে এই সিনেমা দশমিনিটের বেশি দেখা প্রায় অসম্ভব!
Film Title: The Tree of Life ।। Released Year: 2011 ।। Genre: Drama, Fantasy ।। Duration: 2h 19 min ।। IMDb Score: 6.8/10 ।। Director: Terrence Malick ।। Stars: Brad Pitt, Sean Penn, Jessica Chastain, Hunter McCracken, Laramie Eppler, Tye Sheridan, ।। Music Score: Alexandre Desplat ।। Net profit approximately $61.7 million
… …
- এন্ড্রু কিশোর আর ক্যাসেটে বন্দী আমাদের গানের জীবন || ইমরুল হাসান - July 22, 2020
- বাংলাদেশি সিনেমা : অ্যা ব্রিফ হিস্ট্রি ১ || ইমরুল হাসান - July 15, 2020
- আবারও কবিতার নয়া বই || ইমরুল হাসান - September 14, 2019
COMMENTS