ডে দা লাইট (ব্যানানা বোট স্যং) — হ্যারি বেলাফন্টের কণ্ঠে জ্যামাইকান ট্রাডিশনাল এই গানটা আমার প্রিয়। ১৯৫২-তে প্রথম রেকর্ড হয়েছিল এই গানটি। ত্রিনিদাদের শিল্পী এডরিক কনর ‘স্যংস ফ্রম জ্যামাইকা’ অ্যালবামের জন্য এটি রেকর্ড করেন। পরবর্তীতে হ্যারি বেলাফন্টে গানটি রেকর্ড করেন। এই গানটি Day Da Light নামে বিশেষ পরিচিত। এই গান আমি শুনি ২০০০/২০০১ — এ-রকম সময়। বন্ধু অন্তুর কল্যাণে।
তখন উডি গাথ্রি, পিট সিগার, লেনার্ড কোহেন এসবও শুনতে শুরু করেছি। এদের গান আমার জীবনে একঝাঁক বুনো হাঁসের মতো বুঝি এল। ক্যালিপ্সো ধারার এই গানটির সাথে কোথায় যেন স্থান কাল বিশেষে সকল আঞ্চলিক গানের যোগ আছে। সেটা এর দেহাতি সুর বা এর সরলতার জন্য। এই গানের কলাচাষীর বিবরণ আমার জুমচাষী বা আমার কৃষক-কিষাণীর প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রামের কথা মনে করিয়ে দেয়।
আমার জীবনে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এজন্য যে কত কত নতুন গান, চলচ্চিত্র, কবিতার কথা প্রতিদিন শুনছি, দেখছি। ভাবছি আমার গান কেমন হবে? এই যে জ্যামাইকান এক কলাচাষীর আনন্দ-বেদনা আমাকে স্পর্শ করে যায় — আমিও কি আমার লিরিকে, সুরে আমার স্থানিকতাকে ধরতে পারছি?
আজ হ্যারি বেলাফন্টের বিদায়ে এসব টুকরো স্মৃতি আর তার উদাত্ত গলার গান বিহ্বল করে তুলছে। বিদায় মায়েস্ত্রো!
শিবু কুমার শীল রচনারাশি
গানপার আর্কাইভ থেকে হ্যারি বেলাফন্টে
হ্যারি দ্য ক্যালিপ্সোসম্রাট
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS