আজ শনিবার
আজ শনিবার
এই নাচবে চলো আজ
এই নাচবে চলো আজ
ঘুরেফিরে তালে ছন্দে
ফেলো পা
লাইনগুলো রূপা বিশ্বাসের গান থেকে নেয়া। বাংলা তো বটেই তামাম দুনিয়ার ডিস্কো-জ্যাজ-গ্রুভ সংগীতের এক হারানো জহরত তাঁর ডিস্কো জ্যাজ (Disco Jazz) ফিতাখানি। ১৯৮২ সনে প্রকাশিত হয় শুধুমাত্র ভিনাইল রেকর্ডরূপে। জার্মানিতে ধারণকৃত এই সুরপুস্তকে বাজিয়েছেন ওস্তাদ আশীস খান, প্রাণেশ খান; লগে ছিল একদল কানাডিয়ান বিশ্বসংগীতমত্ত, গ্রুভি মিউজিশিয়ান। বলাই বাহুল্য, ফিতাখানির মতো এই তথ্যগুলোও মেঘবার্তা থেকে পাওয়া। এই গানে যেমন সিতারের সুরলহরী বয়ে যায় তেমনি মেঘনাদ বেজলাইন সুরের নহরে ভাসিয়ে নিয়ে চলে এই গানের ভেলাকে এক পরম-আণবিক অস্তাচলের পানে। এই গানের অন্যতম বিন্দু হইল যে, ইহা একক প্রয়াসে সুর-শব্দ-বাজনদারির এক ৩৬০ ডিগ্রি লাস্যময়তার হাতছানি দিয়ে যায়। সর্বোপরি, নাচ বা নৃত্য যে আদতে অনেক বিচ্ছিন আত্মার মাঝে হরিহর আত্মায় সমপাতন হওয়ার অঙ্গীকার তাই মনে করিয়ে দেয়; এই ভীতির মরসুমে।
COMMENTS