করোনাকালে জুলিয়া রবার্টস্

করোনাকালে জুলিয়া রবার্টস্

মাস-দুই হয়ে গেল দুনিয়াবাসীর সামনে ‘পূর্ণ টিকাপ্রাপ্ত’ জুলিয়া রবার্টস্ কোভিড-নাইন্টিন প্রতিরোধে ব্যক্তিক পর্যায় থেকে যার যার পার্টিসিপেইশন ও কন্ট্রিবিউশন রাখবার আহ্বান জানায়া সামাজিক সংযোগের মাধ্যমগুলায় স্পিচ রাখসেন। অবশ্য এর আগেও উনি সেলিব্রেটি এন্ডোর্সমেন্টের জায়গা থেকে প্যান্ডেমিকের বিরুদ্ধে লড়বার আহ্বান জানাইসেন অন্য সমস্ত নক্ষত্ররাজির মতন। দুনিয়াজোড়া তার ভক্ত ও বিশ্বজনতার উদ্দেশ্যে ‘এরিন ব্রোকোভিচ’-তারকা জুলিয়া রিসেন্টলি ইন্সটাগ্র্যামে ভ্যাক্সিনকোর্স কমপ্লিট করবার পরে নিজের স্বস্তি ও ‘সৌভাগ্য’ প্রকাশ করসেন। সেইসঙ্গে নেটিজেনদেরকে ভ্যাক্সিনের জন্যে চেষ্টা ও ধৈর্য বজায় রাখবার আহ্বানও জানাইসেন।

ফোর্থ অফ জুলাইয়ের আগে অ্যামেরিকায় সেভেন্টি পার্সেন্ট আমজনতার যেন প্রথম টিকাটা নেয়া নিশ্চিত করা যায় এই মর্মে দৃঢ় সদিচ্ছাপূর্ণ অঙ্গীকার ঘোষণা করসেন দেশটির নিউলি-ইলেক্টেড প্রেসিডেন্ট জো বাইডেন। ফোর্থ অফ জুলাই ইউনাইটেড স্টেইটস্ অফ অ্যামেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। এর আগেই যেন সত্তর শতাংশ জনতা তাদের ফার্স্ট শট গ্রহণ করতে পারে, ভ্যাক্সিনের অপ্রতুলতা সত্ত্বেও ঘোষণাটি সাধারণ যুক্তরাষ্ট্রবাসীর মনে লড়াইয়ের নয়া সাহস সঞ্চার করেছে বলা যায়। এরই ধারাবাহিকতায় সেলিব্রেটিরাও স্বতঃপ্রণোদিত হয়ে ভ্যাক্সিন ক্যাম্পেইনে যোগ দিতেসেন।

শুধু জুলিয়াই না, অ্যামেরিকার সিনেমা ও অন্যান্য সকল সেলেবরা ‘পূর্ণ টিকাপ্রাপ্ত’ সৌভাগ্যবানদের দলে ভিড়তেসেন রোজই এবং সবাই চাইতেসেন তাদের যার যার জায়গা থেকে ভ্যাক্সিনক্যাম্পেইনে শামিল থাকতে। এভাবে একদিন সবাই নিজেদের কাজে ব্যাক করতে পারবেন এবং নিশ্চয় সেটা খুব শিগগিরই, এমনটা আশাও করতেসেন তারকাদের অনেকেই। ইন্সটায়, টুইটারে, ফেবুতে সেলেবরা যার যার ভেরিফায়েড পেইজেস্ থেকে ক্যাম্পেইনগুলা চালাইতেসেন।

গত ১৯ মে জুলিয়া তার ইন্সটায় একটা সেল্ফি শেয়ার দিয়া ভ্যাক্সিনেইটেড ঘোষণাটি রিলিজ করেন। ভক্তদের মুহুর্মুহু শুভেচ্ছায় আশীর্বাদে কমেন্টবক্স উপচায়া যায় ‘প্রেটি উয়োম্যান’ জুলিয়ার সেল্ফি আপ্লোডের লগে লগেই। নীলঘন হুডি সমেত একটা স্যুয়েটার পরে ক্ল্যাসিক সানগ্লাসে সেই ভুবনমোহন হাসিকিরণ জুলিয়ার শেয়ারকৃত ছবিটিতে ফ্যানদের ভিতরে উল্লাসের অবকাশ এনে দেয়। শেয়ারকৃত ছবির সঙ্গে লেখেন, “ভ্যাক্সিনেইটেড … সম্পূর্ণ! অশেষ কৃতজ্ঞতা সবার প্রতি।”

তিপ্পান্ন-বছর-বয়সী মার্কিন এই অভিনয়শিল্পী ইন্সটাপোস্টে আরও বলেন, “এখনও যদি আপনি টিকা না পায়া থাকেন দোয়া করি শিগগিরই পায়া যাবেন এবং সঙ্গে সঙ্গে দেরি না করে টিকা নিয়া নেবেন। এই লড়াইয়ে লড়ি সবাই একলগে কান্ধে কান্ধ মিলায়া।” হ্যাশট্যাগ করেন তিনি এই পোস্টটা ‘উই আর ইন দিস টুগেদার’ লিখে। শেয়ারের পরে জুলিয়ার সেলিব্রেটি কলিগ ‘ল্যভ ইজ ল্যভ ইজ ল্যভ’-তারকা রিটা উইলসন কমেন্ট সেকশনে ‘ওয়েলকাম টু দি ভ্যাক্সিন ক্লাব’ লিখে সংবর্ধিত করেন।

গত আড়াই বছর ধরে অ্যামেরিকান অভিনয়শিল্পী জুলিয়াকে তেমন স্ক্রিনে দেখা যায় নাই। লাস্ট তিনি ‘ওয়ান্ডার’ ও ‘বেন ইজ ব্যাক’ সিনেমায় যথাক্রমে ২০১৭ ও ২০১৮ সনে কাজ করেন। এর মধ্যে অ্যামাজন প্রাইম ভিডিও প্রোজেক্টের হোমকামিং সিরিজে একবার ছোট একটা রোলে দেখা গেসে তারে, সে-ও ২০১৮-তেই। জুলিয়াফ্যানদের জন্য খুশির খবর হচ্ছে শিগগিরই তিনি স্ক্রিন শেয়ার করবেন জর্জ ক্লুনির সঙ্গে ‘টিকেট টু প্যারাডাইস’ সিনেমায়।

প্রতিবেদন / মিল্টন মৃধা ।। জুন ২০২১


গানপারে জুলিয়া রবার্টস্

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you