আর্টে এবং স্বপ্নে আপনি পরিত্যক্ত অবস্থাতেও অগ্রসর হতে পারেন, অনেক ভালো ও বেশি ভাবেই পারেন আগাতে; কিন্তু রিয়্যাল লাইফে আগাতে হলে আপনাকে ব্যালেন্স ও দার্ঢ্য বজায় রাখতেই হয়।
আর্টিস্ট হচ্ছে এমন এক ব্যক্তি যে গডের লগে প্রতিযোগিতায় নেমেই নিজের স্টার্টটা করে।
আর্টিস্ট হবার পাশাপাশি সবসময় আমি চেয়েছি ম্যুভিস্টার হব।
আর্টিস্টের এমন অনেক বার্ডেন থাকতে পারে যা আমপাব্লিকে হয়তো ঘুণাক্ষরেও জানে না; আবার এইটাও তো ঠিক যে আমপাব্লিকের এমন অনেক বার্ডেন আছে যা আর্টিস্ট কোনোদিন তার আর্ট দিয়া টাচও করতে পারে নাই।
আর্টিস্টরা ট্র্যাডিশন্যালিই তকমা লাগানোর ব্যাপারটারে ঘেন্না করে এবং এর বিরুদ্ধে খাড়ায়।
চয়ন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
Latest posts by গানপার (see all)
- শিরোনাম রাষ্ট্রসংস্কার - September 6, 2024
- হাসিনাপতন : পাঠোত্তর প্রতিক্রিয়া ও তাৎক্ষণিক সংযোজন || মোস্তাফিজুর রহমান জাভেদ - September 4, 2024
- শিক্ষকের পদ || পূজা শর্মা - August 27, 2024
COMMENTS