আমার হাড় কালা করলাম রে
আমার দেহকালার লাইগা
আমার অন্তর কালা করলাম রে
তার অন্তর পাইবার আশায়
ডিয়ার দেহকালা,
হাজার হাজার নারীর অন্তর
তদসঙ্গে বেশুমার ঘর
পুড়ে হলো অঙ্গার
শতশত সোনার হরিণ, সিংহ, বাঘ, ভাল্লুক, বনহংস ও সজারুর সংসার
তোমার জন্য
অভিযোগ জঘন্য
হলেও ঘটনাটি মিথ্যা তো নয়
দ্বিসহস্রতেইশে
এই পোড়া দেশে বেদিশে
এতকিসু হয়
বাংলাদেশি মিডিয়ার ন্যায়, ডিয়ার দেহকালা
মালদারদের দূরসম্পর্কের ফার্স্ট সেক্রেটারি তথা শালা
তোমার দেখি কিসুতেই নাই নড়চড়
দুনিয়ায় খাণ্ডবদাহন যায়, শাউয়া, রাখো না খবর!
.
*
কবিতা আমায় লেখেটেখে না খামাখা
আমি ভৃত্য কর্পোরেশনের, বাঁধা মাইনেয় রাখা
মাসোহারা বাবতে যেটুকু পাই
ঘিয়ে না হোক ঘন কাসুন্দি আর টাকিশোলের ভর্তায় চালাই
দীনদয়ালের সব্জিআনাজের সংসার
অবশেষে শীতের অবতরণ, ধর্মাবতার!
অন্তরের অন্তস্থল থেকে এই জিনিশটা চাই
শীতের হাওয়ায় এওলা-হর্তকির বনে যেন লেখাছাড়া না কাটাই
লিখতে লিখতে এভিডেন্স রেখে যাই —
লিখন সর্বাংশ অসার।
.
*
লাইফ ইজ বিকামিং এক্সপেন্সিভ
কিবোর্ডের কালি থেকে কলমের নিব
সবকিসুর প্রাইস বাড়তেসে যেমন করে
তরিতরকারির দর অলরেডি তিনের ঘরে
লেখকের সংসারে এভাবে অভাবে এসবের প্রভাব
পড়তেসেই তো, পড়া স্বাভাবিক, দ্রব্যমূল্য উর্ধ্বগতির বছরে
নেত্রী নিজে যদি নিতেন বিষয়টা আপন নজরে
লেখকদের হালুয়ারুটি বৃদ্ধির জন্য উঠাইতেন স্বতঃপ্রণোদিত সংসদীয় প্রস্তাব!
.
*
আড়াইকাঠার দিন আর নাই
দুইশতক হলেও চলে
এখন লোকে দেড়শতকেও দরদালান তোলে এই নীল মফস্বলে
লেখকের সার্বিক
ও স্বদেশের দিগ্বিদিক
পরিস্থিতি বিবেচনায় নিয়া আরজ গোজার
আক্রার এই বাজারে লেখকেরাও পূর্ণ হকদার লুটের বখরার।
.
*
যেভাবে প্ল্যান করতেসি লিখব উপন্যাস
চলনসই বেশভূষা নায়কের নিবাস
শহরেই, সিটি কর্পোরেশনের অ্যারিয়ায়
যেখানে অ্যাডমিনের শাসনে ব্যক্তি নিভিয়া যায়
প্রায়
এবং পুরোপুরি শিক্ষা ব্যর্থ হয়
ধসে যায় রাষ্ট্র, সময়
থির হয়ে থেমে রয় পেঁচামুখ করে
অ্যালাইভ কিসুই নাই ডিস্টোপিয়্যান শহরে
এহেন দশায়
নায়িকা কারে রাখা যায়
কিনারা পাইতেসি না ভাবতে ভাবতে, তাই
জীবনের প্রথম উপন্যাস আমি ডিক্লেয়ার করি
রিলিজ দিমু এভরি কামিং ফেব্রুয়্যরি
পিছাই।
.
*
কিংবা যা-হয় একটাকিসু হবে
এই নীলকরদের হ-য-ব-র-ল উদ্ভবে
একটা আলাদা মানে এর আছে নিশ্চয়
না-হয় বিউপনিবেশায়ন নিয়া আহাজারির উদয়
এমন করে এত হতো না
আলোচনা
শার্টের আস্তিন গোটায়া করবার সময় এখন নাই
আরেকদিন হবে ব্যাপারটা, আজ নয়, যাই।
— জাহেদ আহমদ / ২০২৩
রিলেটেড রচনারা
গ্রাসরুটসের গান পূর্বপর্ব
সাহিত্যমেলা নিয়া দু-চার কথা
জেলায় জেলায় বিভাগে বিভাগে সরকারি সাহিত্যমেলা
প্রশাসনের সাহিত্যমেলা আয়োজন ও বয়কটকারীদের অবস্থানপত্র
শুদ্ধতাবাদ
ফ্যাসিবাদ, বৈদেশিক
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
- অন লেখালেখি, ইনফর্ম্যাল (তিস্রা দাগ) - October 11, 2024
COMMENTS