যা চলতেসে যেভাবে চলতেসে এ-ই তো
দুইসহস্রদুইকুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত
মোটামুটি নিস্পন্দ
চলতেসে যেমন, চলতেসিলো, চলবে এই নিবন্ধ
অশেষ, অনবদ্য, অফুরন্ত
কোনোদিন ফুরাবে না যেন, কোনোদিন ফুরাবে না আর
এই টাইপের জীবনদাশি ক্লিশে প্যানপ্যান
ডাউন দ্য মেমোরি লেন
রূপসী বাংলা আর বনলতা সেন
সকল প্রশংসা পাওনা যার
উনি বিদায় নিসেন উনিশশ চুয়ান্নয়
হিসাবমতো বয়স পঞ্চান্ন হয়
এরপর থেকে বাংলা কবিতায় বেশুমার জীবনানুকার
জন্মাইসেন দুই বাংলায় এন্তার জলহস্তী, চিতা, জাগুয়ার
রয়্যাল বেঙ্গল টাইগার
বেজি, শিয়াল, বাল ও তেলের পিপা
তাদিগের উপর জননেত্রীর কৃপা
শ্রাবণধারায় বর্ষিত হোক
মরার আগে অ্যাকাডেমিবিষ্ঠা অ্যাওয়ার্ড
গণগুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অ্যাটেন্ড করবার ইনভিটেশনকার্ড
অথবা রাষ্ট্রীয় কোনো মরণোত্তর পদক।
.
.
*
কবি ও সম্পাদক
কবি ও প্রকাশক
কবি ও অনুবাদক
কবি ও প্রভাষক
কবি ও গবেষক
কবি ও সমালোচক
কবি ও লোকশিল্পসংগ্রাহক
কবি ও কথাসাহিত্যিক
কবি ও রাজনীতিক
কবি ও ক্রিটিক
কবি ও সাংবাদিক
কবি ও ঔপন্যাসিক
কবি ও অ্যাক্টিভিস্ট
কবি ও কলামিস্ট
কবি ও ব্যুরোক্র্যাট
কবি ও মিলিটারি ব্র্যাট
কবি ও অন্ট্রোপ্রোনার
কবি ও চলচ্চিত্রকার
কবি ও ম্যুভিডিরেক্টার
কবি ও ইউটিউবার …
শুধু কবি নাই!
দিনরাইত উন্মাদের ন্যায় বিছড়াই
নিছক গরম ভাতের মতো শুধু কবির সাক্ষাৎ কোথা পাই
এর কাছে যাই তার কাছে যাই
ভিড়ের ভিতর হঠাৎ খাড়াই
নিছক কবির লগে একটাবার মুলাকাত ও মুসাফা আমার চাই
কিন্তু শুধু কবিতে এবং শুধু শুধু কবিতায়
আজকাল কী আর ভবী ভোলানো যায়?
বাংলাদেশের জেলায় জেলায়
বিভাগীয় পর্যায়ের সাহিত্যমেলায়
কেবল কবি শুধু কবি নিছক কবি বিলুপ্ত প্রজাতির প্রাণিসম্পদের মতো
মরণোত্তর পদকের অসম্মানাশঙ্কায়
ইন্টার্ন্যাশনাল মাতৃভাষা দিবসের প্যান্ডেলের তলায়
কাঁপতে থাকে ঘেন্নায়, বিবমিষায়, ভ্যাবাচ্যাকানো দশায়
নিরুপায়, নিরুদ্যম, কিংকর্তব্যবিমূঢ়, থতমত।
—জাহেদ আহমদ
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS