ইউনিয়নে ইউনিয়নে উপজেলায় উপজেলায় জেলায় জেলায় বিভাগে বিভাগে
লেখকেরা লাইন লাগায় — এ ছুটে যায় তারও অনেক আগে
যেই দিনকাল পড়সে রে ভাই
নিদেনপক্ষে একটা গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা আগেই সিকিউর করা চাই
ইউনিয়নে ইউনিয়নে
জলে স্থলে বনে
জনে জনে এবং বিজনে
এই বিধিশৃঙ্খলের বাইরে কেউ যদি থাকে
এই কিনব্রিজের বাঁকে
দেখিবারে মনে চায়
উপজেলায় উপজেলায়
সে কেমন করে কেশর তার ফুলায়া রাখে
বেহায়া রাইটারদের ঝাঁকে
হেঁটে যায়
খাড়া দুপুরের জিন্দাবাজার আম্বরখানায়
জেলায় জেলায়
আরও কতশত অশ্রুত নামের রাস্তায়
বিভাগে বিভাগে
দেখি তৃণমূলেরা জাগে
স্টেজে উঠে অ্যাডমিনের শংসাগাথা গায়
জাতীয় হবার জমকালা হাওয়ায়
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাবইটা রাখে ফেলে
এই তৃণমূলে তেলতেলে
একটা আশ্চর্য অস্বস্তিবিপন্ন রইদের স্তব্ধ দুপুরবেলায়
দেখতে চাই তারে
লেখকদের লজ্জাহারানো সংসারে
কে তুমি লিখতেসো বসে সেই বিদঘুটে লেখাটাই —
ও ক্যাপ্টেন! মাই ক্যাপ্টেন! ওগো আমার বৈমাত্রেয় ভাই!
— জাহেদ আহমদ / জুন ২০২৩
রিলেটেড রচনারা
গ্রাসরুটসের গান ৪
গ্রাসরুটসের গান ৩
গ্রাসরুটসের গান ২
গ্রাসরুটসের গান ১
সাহিত্যমেলা নিয়া দু-চার কথা
জেলায় জেলায় বিভাগে বিভাগে সরকারি সাহিত্যমেলা
প্রশাসনের সাহিত্যমেলা আয়োজন ও বয়কটকারীদের অবস্থানপত্র
- রিপন মিয়ার জীবন ও সাহিত্য || কাজল দাস - October 14, 2025
- চেজিং হোমার / লাসলো ক্রাসনাহোরকাই || অনুবাদ / কয়েস সামী - October 13, 2025
- আহমদ রফিক : শতবর্ষী বিরিখের প্রস্থান - October 13, 2025
COMMENTS