পূর্বপরিচ্ছেদ / লোক দশকতামামি ০৮ : পালাবদলের ঘূর্ণিপাকে নব্বইয়ের কবিতা
সিদ্ধার্থ হক (*একাধিক সংকলনে নব্বইয়ের কবি গণ্য হলেও আশির দশকের কবি হিসেবে অনেকে তাঁকে চিহ্নিত করে থাকেন।) থেকে শুরু করে কুমার চক্রবর্তী, টোকন ঠাকুর, আলফ্রেড খোকন, শিবলী মোকতাদির, শিমুল মাহমুদ, মুজিব মেহদী, দাউদ আল হাফিজ, রহমান হেনরী, জেনিস মাহমুন, জাফর আহমেদ রাশেদ, ওবায়েদ আকাশ, রায়হান রাইন, মাহবুব কবির, খোকন মাহমুদ, কবির হুমায়ূন, মাতিয়ার রাফায়েল, রিষিণ পরিমল, আশরাফ রোকন, অদিতি ফাল্গুনী, সাখাওয়াত টিপু, জওয়াহের হোসেন, অলকা নন্দিতা, পাঁশু প্রাপণ, শামীমুল হক শামীম ও সমবৃত্তে স্থিত কবিগণ মিলে সেই গুচ্ছ যারা অন্তরালনিবাসী পরাভাষা সৃষ্টির তাগিদে সময়প্রবাহে নিজেকে সঞ্চালিত রেখেছেন। সামাজিক পরিধিতে বিদ্যমান কোলাহলে অবগাহনে বাধ্য হলেও এই পরাভাষায় সৃষ্ট কবিতা ব্যক্তির বিবরমুখী বৃত্তে প্রবেশের স্মৃতি মনে করায়। ব্যক্তিকে নিরালা অনুভবের প্রান্তে ক্রমাগত ঠেলে নিয়ে চলা সময় এখানে কুয়াশাচাদরে ঢাকা সন্ধ্যাভাষার স্মারক। এ হলো সেই নিরালা যেখানে গমনের পর নিজেকে দলছুট ভাবা ছাড়া দ্বিতীয় অনুভব মনে স্থিরতা পায় না। নব্বইয়ের সংখ্যাগরিষ্ঠ কবি এই বর্গে পড়েন এবং ইচ্ছে থাকলেও সকলকে নিয়ে পৃথক আলোচনায় বিস্তারিত হওয়া সম্ভব নয়। সুদীর্ঘ তালিকা থেকে উজ্জ্বলতর কিছু নামকে যদি প্রাসঙ্গিক করা যায় সেক্ষেত্রে বেশ কয়েকজনকে দিয়ে এই ধারাবাহিকায় আলোচনাটি কিছুদূর পর্যন্ত করা গেল হয়তো।
#
চঞ্চল আশরাফ, দেলোয়ার হোসেন মঞ্জু, জফির সেতু প্রমুখদের বৃত্তে সক্রিয় কবিগণ বিগত ও আসন্ন পালাবদলের সন্ধিস্থলে দাঁড়িয়ে নব্বই দশকে নিজের সংযুক্তি ঘটিয়েছেন। রাজনৈতিক অরাজকতা, সামাজিক অস্থিরতা বা আলোড়ন, গ্রামীণ ও শাহরিক জীবনধারার দ্বন্দ্ব, লিঙ্গবৈষম্য থেকে শুরু করে ধর্মীয় সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু সংকট ঘিরে বিগত ত্রিশ বছর ধরে চাগিয়ে-ওঠা বিবাদের চালচিত্রে সক্রিয় কবির হুমায়ূন, অদিতি ফাল্গুনী, শামীম রেজা, মাহবুব কবির, আশিক আকবর, মাহবুব লীলেন, শাহেদ কায়েস, শাহনাজ মুন্নী সহ আরো অনেকে এই ধারায় নিজের অনুভবের সংশ্লেষ ঘটানোয় সক্রিয় রয়েছেন।
#
ভাবুক বচনে জীবনবেদ বয়নের ধারায় নিমগ্ন কবিগণ থেকে আরো দু-চারজনের নাম পর্বের অন্তে এসে না-নিলেই নয়। কুমার চক্রবর্তী, আহমেদ স্বপন মাহমুদ, সরকার আমিন, ফজলুররহমান বাবুল প্রমুখ কবিরা এই পথকে বাকসিদ্ধির আধার করে নিয়েছেন।
গানপার ম্যাগাজিনরিভিয়্যু
আহমদ মিনহাজ রচনারাশি
নব্বইয়ের কবি, নব্বইয়ের কবিতা
আশির দশকের কবি, আশির দশকের কবিতা
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
COMMENTS