মোটমাট একশ সাত পাতার বই। পেপারব্যাক বাঁধাই। নোটবুক ডায়রি। শিল্পীদের জন্য, উঠতি স্ট্রাগ্লিং অভিনয়শিল্পীদের জরুরৎ মাথায় রেখে, বইটি ডিজাইন করা। হান্ড্রেড অ্যান্ড সেভেন পেইজেসের মধ্যে ওভার হান্ড্রেড পেইজেস ব্ল্যাঙ্ক। রোলটানা। খালি। যিনি এর ব্যবহারকর্তা, তার হাতে ব্ল্যাঙ্ক এই নোটবুক ফ্যুলফিল হবে।
যেই দিনকাল এখন, মুহুর্মুহু লোকে সেলেব হচ্ছে, সেলেব হয়ে যাচ্ছে রাতারাতি, কেউ দোরগোড়ায় আছে সেলেব হবার। সেলেব হবার হাজার রাস্তা, হাজার পথ, হাজার পন্থা। যারা দূরপাল্লার অভিযাত্রী, তাদের গন্তব্যে পৌঁছানোর চেয়েও গুরুত্বপূর্ণ যাত্রাপথের অভিজ্ঞতা আত্তীকরণ। অভিনয়শিল্পীদের দৈনন্দিন কর্মাভিজ্ঞতা টুকে রাখবার জন্যে ‘অ্যাক্টর্স জার্নাল’ বইটি নির্মিত।
বই বললেও বই তো নয়, একে বলা যায় হয়ে-উঠবার-অপেক্ষায় এক অনুসরণীয় বই। শিল্পী যখন তার শৈল্পিক সিদ্ধি লাভ করবেন, তখন এই জার্নাল হতে পারে নবীন নট/অভিনয়শিল্পীদের আরাধ্য শিখনোপকরণ। এখানে শিল্পযশপ্রার্থী তার প্রাত্যহিক কাজের ব্যর্থতা, সাফল্য, ভোগান্তি ও উপভোগের বিবরণ টুকবেন যা তাকে যেমন তেমনি সতীর্থদের সহযোগ দেবে ধরে নেয়া যায়।
এইটা, কাজেই, হয়ে উঠতে পারে এর ব্যবহারকারী/লেখকের ভবিষ্যৎ-আত্মজীবনী। শিল্পী এর পাতায় পাতায় ট্র্যাক রেকর্ড করছেন তার অডিশন, রিজেকশন, টুকটাক টেলিভিশন বা ম্যুভি কি টিভিসি ইত্যাদি প্রোজেক্টে কাজের এক্সপেরিয়েন্স; যা তাকে এবং তার মতো অনেককেই ফিউচার প্ল্যানিং করতে পথ দেখাবে।
ব্ল্যাঙ্ক পেইজ শুধু নয়, এই নোটবুক ডিজাইন করা হয়েছে উঠতি শিল্পী-কলাকুশলীদের কথা বিশেষভাবেই বিবেচনায় রেখে। এখানে রয়েছে চমৎকার ইন্সপিরেশন্যাল উদ্ধৃতি, যার সবই অভিনয় রিলেইটেড। ফলে, ভেঙে-পড়া হতাশার মুহূর্তে একজন নোটটেইকার নিজেরই লিপি দেখে ট্র্যাক খুঁজে পাবেন, উদ্যম ফিরে পাবেন পুনরায় কাজে নিমগ্ন হবার।
ছয় ইঞ্চি বাই নয় ইঞ্চি, সেন্টিমিটারে ১৫.২৪ বাই ২২.৮৬, হার্ডবাইন্ড নয় এর কাভার, পেপারব্যাক, ফলে বহনবান্ধব, দেখতে নান্দনিক, ম্যাট লেমিনেইটেড এর প্রেজেন্টেশন, অভিনয়শিল্পী নিজে ব্যবহার তো করবেনই, গিফট দিতে পারবেন সতীর্থ কারো সাক্সেস সেলিব্রেইটিং ইভেন্টে।
- ফিউরিয়োসা - September 26, 2024
- অনবরত অনুসন্ধান || সজীব তানভীর - September 26, 2024
- অ্যাক্টর্স জার্নাল : শতেক পাতার লাইনটানা ব্ল্যাঙ্ক নোটবুক - September 26, 2024
COMMENTS