এই যে বইটা, কৃষ্ণ জলেশ্বর-এর ‘আনোহাবৃক্ষের জ্যামিতি’, একটা গল্পের বই। এই কভার দেখে প্রথমে মনে হইছিলো, আরে এইটা কি আসল? পরে মনে হইলো আমি বা আমার কিছু বন্ধু এমন ভুয়া কভার শেয়ার দিলেও নির্ঝরদা এই পাপ করেন না। কারণ তার আসল বইয়ের অভাব নাই। ফলত, এইটা আসল বই। বন্ধুর প্রথম বই। এইটা সত্যিই প্রকাশিত হইতেছে নিশ্চিত হওয়ার পর আমার এত আনন্দ লাগছিলো, যেন মনে হচ্ছিলো আমারই প্রথম বই প্রকাশ হইতেছে। ফলে এই একটা খবরে একটা বিষণ্ন ঘুমের স্মৃতিময় দিন আলোকজ্জ্বলে রূপান্তরিত হয়ে গেছিলো।
এবার অন্য প্রসঙ্গে আসি। বলি তার গল্পের কথা। আমার এই বন্ধুটা যত গল্প মনে মনে লেখে, তার সিকিভাগও যদি সে ঠিকঠাক লিখে প্রকাশ করতো এতদিনে তার একাধিক বই থাকতো। প্রকাশ করবে তাতে তার রাজ্যের লজ্জা জমা হয়ে থাকে। কতবার তারে নির্ঝরদা বললো, পাণ্ডুলিপি গোছাও বই করো, আমি বললাম, আরও অনেকেই বললো, কিন্তু তার সাহস হয় না। এইসবে তার ততটা আগ্রহও নাই মনে হইলো। বলা বাদ দিলাম এক সময়। কিন্তু এইবার সে আশ্চর্য করে দিলো। গতকাল থেকে আমার ভাবতেই ভাল্লাগতেছে যে গল্পকার কৃষ্ণ জলেশ্বরের প্রথম বই এইবার প্রকাশ হইতেছে।
আরেকটা কথা, এই বইয়ের কথা সে আপনাদের বারবার বলবে না। আমিও বারবার না বললেও একাধিকবার বলবো। তাতে আপনারা বিরক্ত হইলেও কিছু করার নাই। মনে মনে চাইবো, কৃষ্ণ-র গল্পগুলো পড়ে দেখেন। নিরেট গল্প এইগুলো। এইটা মাথায় রাখলেই চলবে। আর মনে রাখতে হবে এই বই প্রকাশ হইতেছে বেঙ্গল পাবলিকেশন্স থেকে।
মার্চ ২০২১
ইলিয়াস কমল রচনারাশি
গানপারে বইরিভিয়্যু
- সিনেমার চিরকুট ৭ - January 18, 2025
- সিনেমার চিরকুট ৬ - January 16, 2025
- সিনেমার চিরকুট ৫ - January 16, 2025
COMMENTS