২০০৮ সালে আমি পয়লা রেকর্ড করি, ইপি করি সেইসঙ্গে, কিন্তু বছর-তিনেক অপেক্ষা করে তারা আমার কাজটা রিলিজ দিবার বেলায়। তারা ভাবতেসিল বড়সড় কেউ আমার কাজটায় ইনভেস্ট করবে, কিন্তু তা আর হচ্ছিল না, শেষে তারা নিজেরাই রিলিজ দেয়।
গাইতে ভাল্লাগে আমার, লিখতেও। কিন্তু অনস্টেজ পার্ফোর্ম করার বেলায় আ’য়্যাম নট দ্যাট কামফোর্টেবল এবং এইটা আমি ক্লিয়ার জানি যে স্টেজে আমি অতটা ভালো বোধ করি না।
আমার গানগুলা লেবেল কোম্প্যানি পর্যন্ত নিয়া যাইতে আমারে বহু বছর কাঠখড় পোড়াতে হয়েছে। সবাই ভাবত যে এইগুলা খুবই ক্রিপি জিনিশ। আমার গানের ইমেইজগুলা নিয়া তারা খুবই বিব্রত ও শঙ্কিত ছিল যে এইগুলা অদ্ভুতুড়ে আর সাইকোটিক চিত্রকল্পে ভরা।
আমার গানে কোনো গিমিক নাই। আজব কিছুই করি না আমি। আজব আজব কাপড়জামাও পরি না আমি।
প্রথমত আমি নিজেকে একজন লেখক মনে করি এবং তারপরে সিঙ্গার।
চয়ন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
- মুহাম্মদ শাহজাহান : অগ্রন্থিত প্রস্থান - March 15, 2023
- বইয়ের খবর লেখকের জবানে / মুমূর্ষু খয়েরি রাত ও শিবু কুমার শীল - February 28, 2023
- মাসানোবু ফুকুওকা : এক তৃণখণ্ডের প্রতিরোধ || আহমদ মিনহাজ - February 28, 2023
COMMENTS