গত দশ বা তারও অধিক বছর ধরে রেগ্যুলার প্রকাশিত হয়ে চলেছে হোসেন দেলওয়ার সম্পাদিত ছোটকাগজ ‘কবিতাপত্র’। বর্তমানে যে-খণ্ডটি নিয়েছি হাতে তুলে, এইটা আনকোরা সংখ্যাটা নয়, চারবছর আগের খণ্ড। নভেম্বর ২০১৫ খ্রিস্টাব্দে অষ্টম বর্ষ দ্বিতীয় সংখ্যা হিশেবে প্রকাশিত হয়েছে।
এই আলোচ্য সংখ্যাটা পর্যন্ত কবিতাপত্র প্রকাশ করেছে সর্বমোট ১৫টি খণ্ড। অবশ্য এই খণ্ডের পরেও পত্রিকা প্রকাশিত হয়েছে। এইবারও হয়েছে। এইবারকার, ২০১৯ ফেব্রুয়ারিতে প্রকাশিত, সংখ্যাটা প্রয়াত কবি শহীদ কাদরী বিশেষ সংখ্যা। আর সব মিলিয়ে ক্যাল্কুলেইট করলে কবিতাপত্র সতেরো বা আঠারোটা আজ-পর্যন্ত হয়ে যাওয়ার কথা বা হয়ে গিয়েছে।
অ্যানিওয়ে। যে-খণ্ডটা হাতের কাছে নিয়ে এবং চোখ বুলিয়ে কথা বলছি, অষ্টম বর্ষ দ্বিতীয় সংখ্যা এবং যার প্রকাশকাল ২০১৫, ছিল সেইটা ‘কষ্ট সংখ্যা’। মানে, কবিতায় বা সাহিত্যে কষ্ট প্রতিফলিত হয় কেমন করে এইসব নিয়া আলাপের একটা আয়োজিত ব্যবস্থা।
আচ্ছা, যা বলা হচ্ছিল, প্রকাশিত তথা আলোচ্য খণ্ডের প্রতিপাদ্য বিষয় বাংলা সাহিত্যে কষ্ট ও বিষাদের প্রতিফলন। পূর্বঘোষিত/নির্ধারিত প্রসঙ্গের উপর রচিত মুক্তগদ্য-প্রবন্ধ-নিবন্ধ ছাড়াও পত্রিকায় জায়গা পেয়েছে বাংলা সাহিত্যে সাম্প্রতিক কবিতাক্ষেত্রে সচল উল্লেখযোগ্যসংখ্যক কবিদের কবিতা। ঢাকা থেকে প্রকাশিত বিষয়ভিত্তিক ‘কষ্ট সংখ্যা’ কবিতাপত্রের প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।
বাংলাদেশ থেকে বেরোনো ছোটকাগজের স্রোত সম্প্রতি স্তিমিত হয়ে গেলেও ‘কবিতাপত্র’ অব্যাহত রেখেছে নিজের যাত্রা। নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও সম্পাদক সযত্ন সতর্কতায় পত্রিকাটার পথচলা আজও সুগম রেখেছেন এবং ফলে বাংলাদেশের তারুণ্যস্পন্দিত সৃজন ও মননজাগতিক লেখালেখি ঋদ্ধ হয়ে চলেছে এই পত্রিকাসুবাদে।
এর আগে একই সম্পাদকের বদৌলতে বাংলা সাহিত্যের দশকভিত্তিক কবিতার হালচাল নিয়ে সুচয়িত পৃথক তিনটি খণ্ড প্রকাশিত হয়েছিল পরপর যথাধারাক্রমে আশি, নব্বই ও প্রথম দশকের কবিতা শিরোনামে। এছাড়াও মুক্তগদ্য সবিশেষ, কবিতা হয়ে-ওঠার গল্প, দীর্ঘ কবিতা, আদিবাসী জনগোষ্ঠীর রচিত সাহিত্য প্রভৃতি বিষয় উপজীব্য করে একেকটা খণ্ড ছোটপত্রিকাপাঠকদের নজর কেড়েছিল।
উল্লেখ্য, বছর-কয় আগে প্রয়াত কবি উৎপলকুমার বসু প্রণীত সমগ্র কবিতাকর্ম মুল্যাঙ্কনধর্মী সংখ্যা আয়োজন করেছিল কবিতাপত্র। করেছিল আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কবি নিয়া আলাদা আয়োজন। পরিকল্পিত কবিশ্রদ্ধার্ঘ্য সংখ্যাগুলায় স্মৃতিনিবন্ধ ও কবিতামূল্যাঙ্কনমূলক গদ্য প্রকাশিত হয়েছিল।
অত্যন্ত সুমুদ্রিত ও নন্দনমানসম্পন্ন কবিতাপত্র কষ্ট সংখ্যার গাত্রধার্য মূল্য পঞ্চাশ টাকা।
বাংলা সাহিত্যের ছোটকাগজসন্ধানী বিভিন্ন মহলের সঙ্গে আলাপসূত্রে জানা যায়, রাজধানীর বইদোকানগুলোর বাইরে জেলাশহরগুলোতেও পত্রিকাটি বিপণনের ব্যবস্থা গৃহীত হলে উপকৃত হতেন বৃহত্তর পাঠকসমাজ।
‘কবিতাপত্র’ অগ্রযাত্রা অব্যাহত রাখুক, সংশ্লিষ্ট সকলেরই অভিন্ন অভিমত।
প্রতিবেদন / মাহি রহমান
… …
- ট্র্যান্সজেন্ডার ও সমানাধিকার || আফসানা কিশোয়ার - November 28, 2023
- একা || মূল :: পাওলো কোয়েলো, তর্জমা :: জাকির জাফরান - November 28, 2023
- গোলাপের নামঠিকানা || আল ইমরান সিদ্দিকী - November 28, 2023
COMMENTS