লিভিং ও লাইফের নিরাপত্তা || ফাইয়াজ বিন নুর

লিভিং ও লাইফের নিরাপত্তা || ফাইয়াজ বিন নুর

অভিনয়জগতে দর্শকদের পছন্দের সেরা সিরিয়াল কিলার ‘ডেক্সটার’-এর মাইকেল সি. হল-এর অভিনয়ে ‘সেইফ’ ২০১৮-র ১০ মে রিলিজ পায় নেটফ্লিক্সে। ক্রাইম কাহিনির অথ্যার হার্লান কোবেন-এর ‘সেইফ’ সিরিজের সিজন একটিমাত্রই রিলিজ পেয়েছে এখন পর্যন্ত। আধুনিক যুগের ছেলেমেয়েদের যে-পরিমাণ স্বাধীনতা ফ্যামিলি থেকে দেয়া হয় আর ফ্যামিলিমেম্বারদের বেখেয়ালিপনা, বাচ্চাদের বাবা-মায়ের সময় না দেয়ার ফলে যেইসব ঘটনাবলি সচরাচর ঘটে চলেছে তাদের চোখের আড়ালে সেইসব ঘটনাবলির পরিপ্রেক্ষিতে হার্লান কোবেনের ‘সেইফ’ সিরিজ।

সেইফে দর্শক এতটা মাতানো না গেলেও আধুনিক যুগের প্রতিটা পরিবারের একবার দেখে নেওয়া প্রয়োজন মনে করি। আদরের সন্তানদের ড্রাগসের প্রতি আসক্তি, বাবা-মায়ের প্রতি ঘৃণাসৃষ্টির কারণ, মানুষ থেকে প্রতিনিয়ত বিরক্তিকর সমস্ত মনোভাব, সমাজে মিশতে না পারার কারণ বা মিলমিশের অভাব, পাড়াপ্রতিবেশীদের সম্পর্কে খোঁজপাত্তা না রাখা বা অসচেতনতা — বর্তমান আধুনিক সময়ে কীভাবে এগুলির প্রভাব পড়ছে দেখে নেয়া যায় সেইফ সিরিজে।

সেইফের স্ক্রিনপ্লে আর সাথে ভিডিওকারসাজিগুলো ছিল অসাধারণ শুরু থেকেই। ৮টি এপিসোড নিয়ে প্রথম সিজনটির আওতায় অনেকগুলো ক্রাইমের একটা থেকে আরেকটার কীভাবে উৎপত্তি তা দেখা যায় সেইফে। দেখা যায় একটি অপরাধ ঢাকতে গিয়ে আরো কয়েকটি অপরাধের শিকার হওয়া, মিথ্যার পর মিথ্যা, কিন্তু শেষমেশ ধরা পড়ে যাওয়াটাই জুটে কপালে, যেমন কথায় বলে — সত্য থাকে না কখনো চাপা, অনেকটা এ-রকম। ক্রিয়েটর হার্লান কোবেন সেইফে পরকীয়ার দিকটিও তুলে ধরেছেন বেশ সুন্দর করেই, যেই বিষয়টার প্রভাব পড়ে গিয়ে তাদের সন্তানদের উপর, যেটা থেকে জন্ম নেয় সন্তানদের বাবা-মায়ের প্রতি ঘৃণা, যেই শিক্ষায় তারাও হচ্ছে তাদের বাবা-মায়েরই মতোই শিক্ষিত।

ক্রাইম রিলেটেড ম্যুভিগুলোর ক্ষেত্রে অভিনেতা মাইকেলের বিকল্প খুবই কম পেয়েছি। সেইফ যতটুকুই হাইলাইট হয়েছে দর্শকের কাছে আমি মনে করি মাইকেলের উপস্থিতিতেই সেটা নির্ভর করছিল অনেকটুকু। তবে দেখার মনমানসিকতা নিয়ে দেখতে বসলে আধুনিক যুগ থেকে শেখার এবং জানার আছে অনেককিছুই।

সোশ্যাল মাধ্যমগুলোতে সিজন-২ নিয়ে নানান কথাবার্তা ইতিমধ্যে হয়ে গেছে, ইন্টারনাল-এক্সটারনাল ব্যাপারস্যাপার যেমন সবকিছুতেই থাকে সে-রকম। দর্শকমাতানো নিয়ে হার্লানের বাসনা যেটা হয়তো প্রথম সিজনে তেমন-একটা পাননি তিনি। আশা করি করোনাবিপর্যয়ের পরপরই মুক্তি পাবে সিজন-২। আরো আকর্ষণীয় কিছু নিয়ে বর্তমান আধুনিক বাস্তব জীবনযাপন ভিজুয়াল দৃশ্যের মাধ্যমে তুলে ধরবে সবার কাছে।

… …

COMMENTS

error: