নুহাশভাই ঠিক আছে।
১. বাপের ব্যাপার তো সিঁড়ি, এইটা ইউজ করা বা অটো অ্যাটেনশান পাওয়া তো প্রায় ধর্মের মতো।
২. এরপর কট্টুক সে বাপ (হুমায়ূনীয়) থাকতে পারল, এইটা হেরেডিটিজনিত আদিম অনুসন্ধিৎসা মানুষের, অ্যান্ড ইটস অলরাইট। এইটাকে ব্রেক করা হইল নতুন ধর্ম, নতুন দিন।
৩. নুহাশ বা নুহাশরা; — এদের অনেককে দেখেশুনে আমি জেনেছি ‘নিও ওয়েভ’ ব্যাপারটা বাংলাদেশ থেকে বুমিং হবে — আই টি, ভিডিও ফিকশন এইগুলাতে মোস্টলি। অনেকটা আন্ডারগ্রাউন্ড মিউজিকের মতো। দখল নিবে ‘মেইন’ এর। ঘটে যাবে। আর ‘মেইন’ জিনিসটাই তো কাল্টিভেশন ও তার ডিস্ট্রিবিউশনের হিসাব। তো বাপের হোগা না মেরে দিলে এসব মেইনস্ট্রিম হবে ক্যামনে?
৪. বাপ নামক সকল দন্ড যেভাবে নুহাশরে সাইড করার ট্রাই নিতেছে এইটা অরাই যারা আরেকবার আরেকটা হুমায়ূন চায় উইথ রয়্যাল ব্লু ব্লাড! হাস্যকর।
৫. নুহাশ এখনও নবিশ, কাজ দেখলে ইটস ক্লিয়ার টু বি সেইড; কিন্তু প্রতিষ্ঠান ও অ্যাজেন্সিগুলা তো তাদের পারপাসে নুহাশের দ্বারা অলরেডি সার্ভড অ্যান্ড স্যাটেসফায়েড। ওই কনটেন্ট করে নিয়ে পরে আবার গিলানো অ্যান্ড মানি মেকিং স্রেফ হুমায়ূনীয় নয়। ইন্ডাস্ট্রি ছিল, অ্যান্ড এইটা শিফট যে নিতেছে ও অলরেডি নিয়ে নিছে — তা এরা বাল বুঝতেছেও না। আর ইনসিকিউরিটি ক্রাইসিসের শ্যাওলা দিয়া বুলি বকতেছে।
৬. আমি ইন্ডিপেন্ডেন্ট কোর কিছু দেখার আগ্রহ রাখি নুহাশের কাছে। আর্টিস্ট হিসেবে। এবং সেইটা বিশ্বস্ততার উৎপাদন হইছে বলেই রাখি। আই অ্যাম অলরেডি কনভিন্সড অন দিস গাই অ্যান্ড সাম আদারস সাইমালটেনিয়াসলি।
৭. তেমন জাহাজ কেন, ডিঙি নৌকাও-বা আর কই আমাদের? অমিতাভ ও ফারুকীরা তো ওই ওট্টুকই। বিজ্ঞাপনেরও এক্সটেনশান না আর! কী করুণ! পোষায় না।
৮. প্রসঙ্গক্রমে বলি, রাকিন আবসারের প্রতিও আমি অলরেডি বিশ্বস্ত যে ইনারাই আমাদের নতুন ভিডিয়োগ্রাফি। আরোদের বিষয়ে পরে বলব আবার। স্টারকিডরা একটা সুবিধা তো পায়ই; যে, আরেকটা বাপ হওয়া মানে স্ট্র্যাটেজিক ভুল করা আর তলে খাবি খাওয়া। এই প্রেশারটা বরং পিয়ার প্রেশার থেকে ভালো। আই লাভ ইট।
নুহাশভাই, সবই ঠিকঠাক, চালাও, দিন অবসানের নতুন ভেক্টরকে কই নিবা সেইটা আমরা দেখার আগ্রহ রাখি না কারণ অবসান মানেই প্রারম্ভ। তা রীতিমতো মনিকা বেলুচ্চির মতো কোনো কিছু! গুড লাক!
(আমার আশা কিছু নায়িকার মতো নায়িকা প্রডিউস করবে নুহাশ, যেহেতু পরীমনি ছাড়া আর কেউ কই? কোথায় থাকে তারা? নুহাশ, নায়িকা দাও আমাদের সমাজরে কিছু, ওকে?)
রচনাকাল ২৭/০৪/২০২২
- মধ্যনগরে বঙ্গাব্দবরণ ১৪৩২ || বিমান তালুকদার - April 18, 2025
- অতি সাধারণ ঋণ বা ন্যানো ক্রেডিট || হুমায়ূন আকাশ - April 17, 2025
- গাজায় মৃত শিশুর ভর্ৎসনা || মোহাম্মদ জায়েদ আলী - April 12, 2025
COMMENTS