রকার্স পোর্ট্রেটপ্রবাহ ২ || আহমেদ ইয়াসিন

রকার্স পোর্ট্রেটপ্রবাহ ২ || আহমেদ ইয়াসিন

বাংলাদেশের রকসিনে ম্যাক তথা মাকসুদুল হক একটা ফেনোমেনা। আলাদাভাবে ম্যাকের পরিচয় দিবার কিছু নাই। লিজেন্ডারি, ফেনোমেনাল ইত্যাদি বিশেষণ তার নাম বলার আগে যুক্ত করা যায় বটে। কিন্তু হকের পরিচয় দিতে গিয়া তার নাম বলাটাই যথেষ্ট। এই নিবন্ধে সেভাবে শব্দ দিয়ে ম্যাকের সম্পর্কে বলার দরকারও নাই। এইটা প্রতিকৃতি আঁকার নিবন্ধ। রকারদের প্রতিকৃতি। রকার্স পোর্ট্রেটপ্রবাহ শিরোনামে এই আয়োজনে একটানে এঁকে প্রেজেন্ট করা হচ্ছে দেশের রকমিউজিশিয়্যানদের মুখ।

গেল চারদশকের বাংলা গানে, বাংলাদেশের সংগীতপ্রবাহে, ম্যাক অবিসংবাদিত। মুক্তিযুদ্ধের পরে এই দেশের স্বাধীন সংস্কৃতি বিকাশের পিছনে ম্যাক কাজ করেছেন তার গান দিয়ে, লেখা দিয়ে, স্টেজপ্রেজেন্স দিয়ে। একটুও বাড়িয়ে বলা হবে না যদি বলি যে ম্যাক বাংলাদেশের শহুরে তরুণ জনগোষ্ঠীর কাছে একটা কালচারাল অ্যাম্বাস্যাডার হিশেবে কাজ করেছেন, ইন্সপায়ার করেছেন, বিশেষত গত শতকের শেষ দশক নব্বইয়ের টাইমটায়।

এবং নব্বইয়ের টাইমটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বটা রাজনৈতিকভাবে যেমন, অর্থনৈতিকভাবেও, সর্বোপরি সাংস্কৃতিকভাবে এই সময়টার অবদান বাংলাদেশের গড়ন নির্ধারণ করে দিয়েছে। সেইটা ভালো হোক বা মন্দ, নব্বইয়ের কর্মকাণ্ড দিয়েই পরবর্তীকালের বাংলাদেশ রূপ পরিগ্রহ করেছে। এবং সেক্ষেত্রে এর সাংস্কৃতিক অধ্যায়টা আলাপে আসবে সর্বাগ্রে। ম্যাক এবং তার সতীর্থরা ব্যান্ডসংগীত দিয়ে এই সময়টাকে শেইপ-আপ করেছেন।

বর্তমানে ম্যাক ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের মেম্বার। ‘(অ)প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ’ হচ্ছে ম্যাকের এই পর্যায়ের দুর্ধর্ষ কাজ। এই অ্যালবামের প্রভাব বাংলা ভাষার নয়া গানবাজনায় ব্যাপক। কিন্তু ম্যাকের সবচেয়ে সেরা সময়টা কেটেছে ব্যান্ড ‘ফিডব্যাক’ যখন দেশজোড়া দাপিয়ে বেড়াচ্ছিল। ‘বঙ্গাব্দ ১৪০০’, ‘মেলা’, ‘বাউলিয়ানা’ প্রভৃতি ফিডব্যাকের এবং ম্যাকের সেরা অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য। যদিও তর্ক হতে পারে যে কোনটা ম্যাকের সৃষ্টিশীলতার বিচারে সেরা সময়  — ফিডব্যাকটাইম, না ঢাকাটাইম? সম্ভবত দ্বিতীয় অধ্যায়টাই সৃষ্টিশীলতার বিচারে সেরা বা পিকআওয়ার যাকে বলে। ট্রেন্ডসেটার অ্যালবাম তো সন্দেহ নাই ‘নিষিদ্ধ’।

এইখানে ম্যাকের তিনটা আবয়বিক পোর্ট্রেট ড্রয়িং উপস্থাপন করা গেল। খুব দ্রুত, ঝটিতি আঙুলে, সহজ পেন্সিলে এঁকে তোলা খাতার পাতায়। ইন্সট্যান্ট কফি বা নুডলসের মতো। ঝটপট পোর্ট্রেট। ম্যাকের প্রতিকৃতি আঁকার আরেকটা অসুবিধা হচ্ছে যে ফেসবুকে এবং গ্যুগল ইত্যাদিতে ম্যাকের প্রচুর ছবি পাওয়া যায় ঠিকই, কিন্তু সেইগুলা প্রাচুর্যে এত যে সেখান থেকে বেছে বের করা আলোছায়া-ভালো ছবি সহসা পাওয়া যায় না। তারপরও করা গেল একটা ট্রাই। ট্রিবিউট পোর্ট্রেট এইগুলা। জানি না কেমন হলো।

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you