রকার্স পোর্ট্রেটপ্রবাহ ৪ || আহমেদ ইয়াসিন

রকার্স পোর্ট্রেটপ্রবাহ ৪ || আহমেদ ইয়াসিন

আইয়ুব বাচ্চুর পাঁচটা প্রতিকৃতি নিয়ে এই নিবন্ধ। ছবিনিবন্ধ আদতে। লেখা বা বাক্যরচনা এইখানে সে-অর্থে মুখ্য নয়। আইয়ুব বাচ্চু বা তার কাজের মূল্যাঙ্কন করার জন্য স্বতন্ত্র রচনা মুসাবিদার দরকার পড়বে। এই মুহূর্তে সেইটা আবশ্যক নয়। এইটা আর্টওয়ার্কের কোনো ফর্ম্যাল প্রোজেক্টও নয়। কিছু দ্রুতমুহূর্তের আঁকিবুকি শুধু। ফটোফিচার।

ফটোগুলা আঁকা হয়েছে, মেনশন বাহুল্য। কাগজে এবং কাঠপেন্সিলে। নেসেস্যারি ক্ষেত্রে একটু কলমের টাচ হয়তো রয়েছে। এরচেয়ে বেশি কিছু না। আর আঁকার জন্যে ব্যবহৃত ছবিগুলা গ্যুগলের ওপেন সোর্স থেকে নেয়া। কাজেই বিশেষ কোনো ভঙ্গি সিলেক্ট করে ছবি বাছাই করা হয় নাই। ইন-জেনারেল অ্যাভেইলেবল কয়েকটা ছবি ক্লিক করে সেগুলা আঁকার ছায়া হিশেবে দেখে নেয়া হয়েছে একপলক।

তবে এই কথাটা আলবৎ কবুল করতে হবে, যেটুকু সময় দেয়া দরকার ছিল প্রতিকৃতিগুলা আঁকবার বেলায় তা দেয়া যায় নাই। কিন্তু সুবিধাও হয়েছে এতে, সেইটা এ-ই যে ছবিগুলায় আলগা কারুকলাকারির বালাই নাই। কয়েকটা আবছায়া টানটোন আর মুখাবয়বের আদলটা আনবার চেষ্টাটা আশা করি চিত্রানুরাগীদের নজর এড়াবে না।

বা, তা-ও না, আইয়ুব বাচ্চুর অনুরাগীরা এই পোর্ট্রেটগুলায় প্রীতিচিহ্ন খুঁজে পাবেন। শৈশব থেকেই তার গান শুনে বেড়ে উঠেছি আমরা। তার এবং তাদের আওয়াজেই অভ্যুদয়োত্তর বাংলাদেশের পাঁচ-পাঁচটা দশক কেটেছে। এই মিউজিশিয়্যানদের কাছে আমাদের ঋণের অন্ত নাই। ঋণ তো আর শোধ করা যাবে না, খালি স্বীকারটুকু করে যাওয়া ছাড়া। আইয়ুব বাচ্চুর প্রতি নিবেদিত এই ট্রিবিউটপোর্ট্রেটগুলা কাজেই ঋণস্বীকারের একটা ট্রাই।

নিশ্চয় খেয়াল করবেন সবাই যে বাংলাদেশের রকসিনে যারা পাঁচ দশকের জিন্দেগি বিনিয়োগ করেছেন তারা সেভাবে অ্যাক্নোলেজড না। মানে, দেশের এন্টারটেইনমেন্ট সেক্টরের আর-দশটা তারকা যতটা মান্যিগন্যি পান রকাররা তারচেয়ে অনেক দূরে এখনও। অথচ তাদের অবদান এই সেক্টরে অত্যন্ত অরিজিন্যাল, অভাবিত ও অভিনব। আইয়ুব বাচ্চু প্রয়াণের পরে দেখা গেল দেশের সর্বসাধারণ তাকে সম্যক চেনে, জানে, তার কাজের গুণ গায়। মেইনস্ট্রিম মিডিয়া যদিও মরণের আগে স্পেসপাত্তা দ্যায় না সবাইরে, কাউরে কাউরে দ্যায়, বাকিদেরে প্রাপ্যটুকু বুঝায়া দিতেও গড়িমসি কার্পণ্য করে।

এই পোর্ট্রেটপ্রবাহে চেষ্টা করা হচ্ছে দেশের লেজেন্ড রকারদের ট্রিবিউটপোর্ট্রেট আঁকবার। এর আগে এই প্রবাহে ক্যাপ্চার করা হয়েছে আজম খান, মাকসুদুল হক ও ফারুক মাহফুজ আনাম জেমসের মুখাবয়ব। এইবার আইয়ুব বাচ্চু। অন্য কয়েকজনের চেহারাও হয়তো অচিরে এঁকে উঠবার মতো ফুরসত করে উঠতে পারব। ততক্ষণ পর্যন্ত শুনি কিংবদন্তি বাংলাদেশের ব্যান্ডগানগুলা।


রকার্স পোর্ট্রেটপ্রবাহ ৩
রকার্স পোর্ট্রেটপ্রবাহ ২
রকার্স পোর্ট্রেটপ্রবাহ ১

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you