স্যান্ড্রা বাকবাকুম

স্যান্ড্রা বাকবাকুম

একমাত্র পুরুষ যে কিনা আমার হৃদয় চুরি করতে পেরেছে, সে হচ্ছে আমার সন্তান, আমার একমাত্র পুত্রধন।

আগাগোড়া কর্মফলে বিশ্বাসী একটা মানুষ আমি। বিশ্বাস করি মনেপ্রাণে যে তুমি তা-ই পাবে যা তুমি দেবে। সেইটা ভালো হোক অথবা মন্দ, তুমি যা এবং যতটুকুই দিচ্ছ, বিনিময়ে তা এবং ততটুকুই নিচ্ছ।

নিভৃতে নিরালায় নিজের সঙ্গে যদি যথেষ্ট সময় কাটাতে পারেন, দেখবেন যে মাথার ভিতরে ম্যাজিক ক্রিয়া করে।

অতিরিক্ত মাত্রায় যে-কোনোকিছুই মরণ ডেকে আনে। এমনকি মাত্রাতিরিক্ত সুখও।

জনসমক্ষে কেউ আমারে কান্দাইতে পারবে না। আমার চউখের কাজল-মাস্কারা থেবড়াইবার আগে আমি তাদের নাক-বরাবর অ্যায়সা ঘুষি মারব যে তারা পালাইবার পথ পাবে না, আমারে কান্দানো তো অনেক দূর-কা বাত।

মানুষের কাছে এই একটা জিনিশই চাই যে তারা স্বীকার করুক জীবনযাপনের রাস্তা হাজারে হাজার, কখনোই জীবন একমুখা রাস্তায় যাপনের নয়। যার যেভাবে ইচ্ছা তার সেভাবেই জীবনরাস্তা।

মিছামিছি প্রত্যাশা আনন্দের পক্ষে হানিকর।

 
চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

COMMENTS

error: