চিনতেসি দিনকাল, দৈনিক অন্ধকার ও আলো
চলতেসে যেই জিনিশগুলা তা সাতিশয় ভালো
মরতেসে কেউ কেউ
সকলেই নয়
জীবনানন্দ বলসিলেন বোধয়
কেউ কেউ মরে
বেঁচে থাকবার তরে
অক্ষরে অক্ষরে
বেশিরভাগের ভবিতব্য উলঙ্গ রাজার পোশাকপ্রশংসায়
সাহিত্যমজমায়
নির্ধারিত
প্রোপ্যাগ্যান্ডাবাহিত
সত্য উদ্ভাবন ও সম্প্রচারে কেটে যায়
অ্যাডমিনের হাওলায়
গায় মেকুরের গলা নকল করা মেঁউ
সুরমায় ঢেউ
উঠতেসে নামতেসে দেখতেসি কিনব্রিজঢালু তোপখানায়
নাট্য পর্ষদ ও সম্মিলিত জোটের সাংস্কৃতিক লোকজন
প্রশাসন
মান্য করে এবং ভোট চায়
অ্যাট ব্রড ডেলাইট নৌকায়
আমরা তাই ঈশ্বর সহায়
গাইতেসি ইমন চৌধুরীর কম্পোজিশনে
এরফান মৃধা আর আলেয়া বেগমের কণ্ঠসম্মিলনে
হাশিম মাহমুদের গান
কোকস্টুডিয়ো মহান
সোয়াপাঁচফুটিদের বাংলায়
আবোলতাবোল বুড়া আংলায়
রাজার লেখকবাহিনী দেখে হ্যাপিনেসে যেন মূর্ছা যায়
এদিকে তৃণমূলের লেখকেরা যার যার সেন্সে
কেউ মঞ্চে কেউ অডিয়েন্সে
সেল্ফি খিঁচায় মিঠাপানের খিল্লি খিলায়
চা চপ চুরট খায়
বাংলাদেশের জনগণের পকেটমারা পয়সায়
লাঞ্চাওয়ারে ক্যাটোয়াক স্টাইলে হেঁটে বেড়ায়
প্যান্টের চিপায় বিচিজোড়ায় হাঁসফাঁস অনুভূত হলে
লেখকেরা দলে দলে
রেস্টরুমে একলাঙ্গারে ঠ্যাং চ্যাগায়া খাড়ায়
ইস্তিঞ্জার সময়
টিউবে টোকা মেরে মেরে শেষের ফোঁটাগুলা ফালায়
ক্যাথেটারে
লেখকেরা কালান্তরে ট্র্যাভেলের ডেড্রিম দেখে বেড়ায় অ্যাডমিন সমভিব্যহারে
এর বেশি ডিসক্লোজার সম্ভব না সাতিশয় হারামজাদাদের ব্যাপারে।।
— জাহেদ আহমদ ২০২৩
রিলেটেড রচনারা
গ্রাসরুটসের গান ৫
গ্রাসরুটসের গান ৪
গ্রাসরুটসের গান ৩
গ্রাসরুটসের গান ২
গ্রাসরুটসের গান ১
সাহিত্যমেলা নিয়া দু-চার কথা
জেলায় জেলায় বিভাগে বিভাগে সরকারি সাহিত্যমেলা
প্রশাসনের সাহিত্যমেলা আয়োজন ও বয়কটকারীদের অবস্থানপত্র
- যেভাবে হয়ে ওঠে ‘এসো আমার শহরে’ || শিবু কুমার শীল - March 6, 2025
- Basudeb Dasgupta’s ‘Randhanshala’ The Cooking Place translated by Sourav Roy - March 4, 2025
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
COMMENTS