দ্য গ্রেট বিউটি || ইমরুল হাসান

দ্য গ্রেট বিউটি || ইমরুল হাসান

দ্য গ্রেট বিউটি (The Great Beauty) সিনেমার দুইটা ঘটনার কথা মনে আছে। একটাতে, রাতে পার্টি শেষে এক এলিট মাইয়ার বাসায় যান মেইন ক্যারেক্টারটা, পয়ষট্টি বছর বয়স যার, রাইটার উনি, একটা সাক্সেসফুল নভেল লেখার পরে আর লেখেন নাই। তো, সেক্সের পরে মাইয়াটা কয় যে, শে মাঝে-মধ্যে ছবি তোলে আর ওর ফেসবুকফ্রেন্ডরা কয় যে, শে নাকি ভালো ছবি তোলে — এইটা বইলা শে অ্যামেচার একটা হাসি দেয়।

The Great Beautyরাইটার কয়, এর মধ্যে নিশ্চয় তোমার ন্যুড ছবিও আছে কয়েকটা? মাইয়াটা হাইসা কয়, তা তো আছেই! তুমি আমার কয়েকটা ছবি দেখবা? আমার ল্যাপটপে আছে, দাঁড়াও আমি নিয়া আসি — বইলা শে যায়। রাইটারটা তখন ভাবে, আরে, এইখানে আমি কি করতেছি? এমনে টাইম ক্যান ওয়েস্ট করতেছি আমি? মাইয়াটা ল্যাপটপ নিয়া আইসা দেখে স্যুট-কোট পইরা রাইটারটা হাঁইটা যাইতেছে রাস্তায়। এইটার সাথে রিলেভেন্ট আরেকটা সিন হইল, সে এক ফটোগ্রাফারের ছবি দেখতে যায়, যেইখানে লোকটার তার লাইফের প্রত্যেকদিনের ছবি আছে। সে ফটোগ্রাফাররে জিগায় এইটা তার আইডিয়া কি না; সে কয়, তার বাপের আইডিয়া এইটা, পরে সে নিজেই করছে। তো, লোকটার ইয়াং বয়সের ঠোঁট-বাঁকানি, চোখ-উল্টানির ছবিগুলা দেইখা রাইটারটা কানতে থাকে। অ্যামেচার আর প্রফেশনালের ডিফ্রেন্স তো আছে। যেমন ডিফ্রেন্স আছে গ্রেট আর মিডিওকার আর্টিস্টের। এইটা যতটা ফর্মে বা কন্টেক্সটে, তার চাইতে অনেকবেশি আর্টের ধারণাটাতে। একটা ফেইলিওর অনেকবেশি ইর্ম্পটেন্ট, অনেকগুলি সাক্সেসের চাইতে।

The Great Beautyসেকেন্ড ঘটনাটা হইল, একজন ফিমেইল রাইটার আড্ডাতে কইতে থাকে শে কি কি করছে, তার লাইফের স্ট্রাগল, মাইয়া হিসাবে, আম্মা হিসাবে কি কি স্যাক্রিফাইসগুলা শে করে আর সোশ্যালি কি রকমের কমিটেড শে টু হার এক্সিস্টেন্স। তো, নায়ক রাইটারটা যেহেতু অনেক পার্সোনাল খবর রাখে, ফিমেইল রাইটারের সাক্সেসের জায়গাগুলারে রিভিল করে। যেই পার্সোনাল মিথগুলি আমরা বানাইতে চাই নিজেদেরকে নিয়া, এইগুলা আসলে বেশ শ্যালো টাইপের জিনিশই। যেইসব কম্প্রোমাইজগুলি আমরা করি, ভাবতে থাকি এইগুলা তো করছি আমরা ফর অ্যা বেটার কজ। এইসব হিপোক্রেসিগুলি হইতেছে আমাদের লাইফের কোর। এইগুলি দিয়া আর্ট করতে গিয়া শেষমেশ ধরাই খাইতে হয়। নিজেরে ভংচং বুঝাইয়া ফেলতে পারলে আসলে বিপদ! তখন এই ভুলভাল মনে-হওয়াগুলিরে ব্যাপক আর্ট মনে হইতে থাকে। আর্ট একটা মিথ্যা জিনিশ না, মিথ্যা বলতে পারাটাই তখন আর্ট হইতে থাকে। কিন্তু সত্যিকারের মিথ্যাগুলি তো আসলেই বেশ রেয়ার ব্যাপার। কখনো কখনো ঘটে। কোনোসময় তো ঘটেও না, খালি ইম্যাজিন কইরা নিতে হয়।

(আর মেইল-শভিনিজম যে এলিটিজমের কোর জায়গা, এইটা এমনেই বোঝা যায়, এইটা নিয়া কিছু কইলাম না।)

 

Movie Title: The Great Beauty ।।Genre: Art Drama ।। Director: (Paolo Sorrentino) ।। Screenplay: Paolo Sorrentino, Umberto Contarello ।। Starring: Toni Servillo, Carlo Verdone, Sabrina Ferill, Carlo Buccirosso  ।। Music by Lele Marchitelli।। Runtime: 142 minutes, (173 minutes in Director’s Cut)।। Released in May 2013

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you