“তোমরা আমার জান, তোমরাই আমার গান, তোমাদের জন্যে আজকে একটা নতুন উপহার” — ড্রামসের দ্রিমিদ্রিমি গিটারের ঝ্যানচ্যাকঝ্যাকাচ্যাকা আওয়াজের আবহে উদ্ধৃত কথাগুলো বলতে বলতে স্টেজে এক-পর্যায়ে একদম সূচালো ওষ্ঠে জেমস্ ‘উমমমাহ… উমমমাহ…’ ধ্বনিতে মেসমেরাইজ করে ফেলেন আদ্যোপান্ত কন্সার্ট-ময়দান
অবশ্য অতটা আচম্বিত্ নয় এহেন চুম্বন
অনেক দশক ধরে জেমসের অপরিমেয় চুম্বন আবহমান বাংলা গানের মুখে এবং মনে প্রেমে-ঘামে-কামে লেপ্টে লেগে আছে, সেই হিস্ট্রিও নলেজে রাখা চাই
বিধি, কী একেকটা রামছাগলের লগে আমার লাইফ কাটায়া লওয়াইলায় — যারা বলে, জেমস্ নয়, এবি কিংবা ম্যাক নয়, বাংলা গানের মহাজন নাকি বিশ শতকের আগের টাইমের অমুক তমুক যত্তসব উজবুক!
লেখা / জাহেদ আহমদ
Latest posts by গানপার (see all)
- যেন আশ্বস্ত হওয়ার ফুল || আনম্য ফারহান - March 26, 2023
- শান্তিগঞ্জের মানুষ উৎসব || ইভা রায় - March 25, 2023
- জাকারিয়া খান চৌধুরী : স্মৃতি ও শ্রদ্ধা || উজ্জ্বল দাশ - March 25, 2023
COMMENTS