স্বভাবতই, প্রাকৃতিকভাবেই, ভীষণ আশাবাদী একটা মানুষ আমি। নিজেরে নিয়া আমার অ্যাসেসমেন্ট এইটাই।
ফিজিক্যালি আমি কিছুমাত্র সুপুষ্ট ডৌল-গড়নের না। বাসের গতির লগে পাল্লা দিয়া দৌড়াইবার সময় আমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীটা আমারেই বেছে নিত বারবার, কেননা আমার অন্তর্বাসের ভিতরে তেমন কিছুই ছিল না গ্রাহ্যি করবে পথচারিরা বা যাকে বলে ভুবনদুলুনি সম্পদশালিনী ছিলাম না আমি। আর এই চাপাচুপা গা-গতর নিয়া বান্ধবীরা আমার লগে হাসিতামাশা করত। মনটা খারাপ হতো খুবই।
নিজেরে নিয়া বেশি কথা বলাটা ভারি বিপজ্জনক। কম কথা বলে সে-ই নিজেরে নিয়া যার কথা বলা সবার চেয়ে কম।
শুধু কমেডি বা খামাখা ট্র্যাজেডি না, আমি চাই মিক্সআপ থাকুক দুনোটারই। নিজেকে বা আর-কাউকেই বিরক্ত করতে চাই না আমি। সিনেমা থেকে সিনেমান্তরে একটা আগের-চেয়ে-আলাদা ছাপ রাখতে চাই আমি এবং একটিই সিনেমা চাই না দ্বিতীয়বার করতে।
এমনিতে মনে হতে পারে যে আমি জীবনটাকে কঠিন একটা জিনিশ ভাবি। কিন্তু তলিয়ে দেখলে দেখবেন যে এমন ভাবনা আমি আসলে উপরটপকা ভাবি, সিরিয়াস নোটে দেখবেন আমি সোজাসাপ্টা। আশাবাদী। দিনশেষে সবকিছুই মীমাংসিত হবে বলিয়া আমি মনে করি সবসময়।
চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
- শিরোনাম রাষ্ট্রসংস্কার - September 6, 2024
- হাসিনাপতন : পাঠোত্তর প্রতিক্রিয়া ও তাৎক্ষণিক সংযোজন || মোস্তাফিজুর রহমান জাভেদ - September 4, 2024
- শিক্ষকের পদ || পূজা শর্মা - August 27, 2024
COMMENTS