কন্টেন্ট হিসাবে ‘বাংলাদেশ’ মোটামুটি ‘পাকিস্তান’-এর পরই বলিউডে মেইনস্ট্রিমড হচ্ছে! পার্থক্য হলো, বলিউডে আঁকা পাকিস্তানের সাথে ভারতের জোর লড়াই হয়, এবং তাতে সে বীরোচিতভাবে জেতে। এটা অনেকটাই ইচ্ছাপূরণের গল্প, জাতীয়তাবাদী জোশ জিইয়ে রাখার গল্প। বলিউডে অবশ্য বাংলাদেশ আরো একটু বাস্তবসম্মত উপায়ে আঁকা হচ্ছে। ভারতের যে দশভূজা RAW নিয়ন্ত্রণ বাংলাদেশে, Khufiya সিনেমায় বিশাল ভরদ্বাজ তারই প্রমাণ দিলেন। সরয়ার ফারুকীর হোলি আর্টিজান (শনিবার বিকেল) সেন্সর বোর্ডে আটকে গেল, কিন্তু বলিউডের ফারাজ অবলীলায় চলল। ভবিষ্যতে আমাদের চাপা-পড়া গল্পগুলো বলিউডের মায়াবি পর্দাতেই মনে হয় দেখা লাগবে!
আশ্চর্যের বিষয় হলো, Khufiya ২০০৪/২০০৫ সালের গল্প। বিশাল ভরদ্বাজ ছবি বানালেন ২০২৩ সালে। এটি বাংলাদেশের তৎকালীন ‘মৌলবাদী’ ডিফেন্স মিনিস্টারকে হত্যা করার গোয়েন্দা গল্প। কারণ, এই মিনিস্টারের পাকিস্তানি আইএসআই কানেকশন আছে। সেটি ভারতের জন্য দুশ্চিন্তার কারণ। মিনিস্টারকে নিকাশ করার কাজে বাংলাদেশি ভলান্টিয়ারই পাওয়া গেল। সেই রোলখানি প্লে করার জন্য আবার বাংলাদেশি অভিনেত্রীও পাওয়া গেল। বাঁধন চমৎকার অভিনয় করেছেন এই ছবিতে, কিন্তু সেটা আমাদের আলোচ্য নয় আপাতত।
বাংলাদেশের ‘মৌলবাদ’ নিয়ে ভারতের এই যে যুগান্তকারী দুশ্চিন্তা, সেই ন্যারেটিভ মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়া সরকারযন্ত্রের জন্য কী যে আরামের হয়েছে, বিশাল ভরদ্বাজ হয়তো এতখানি ভাবতেও পারেন নাই!
সুমন রহমান রচনারাশি
গানপার ম্যুভিরিভিয়্যু
- একা || মূল :: পাওলো কোয়েলো, তর্জমা :: জাকির জাফরান - November 28, 2023
- গোলাপের নামঠিকানা || আল ইমরান সিদ্দিকী - November 28, 2023
- কোর্ট মার্শাল নস্টালজিয়া || সজীব তানভীর - November 27, 2023
COMMENTS