মানে, ওয়েল-মেইড ফিল্মরেই কি আমরা ভালো-সিনেমা বলব?
‘ম্যাচ পয়েন্ট’ হইল খুব স্মুথ একটা সার্কেল তৈরি করছে; স্টোরিটাও … কোনো কনফিউশনই নাই; যে, প্রেমও শেষ পর্যন্ত একটা ক্লাসেরই ঘটনা আসলে। দেখেন, স্কারলেট জোহানসন যদি অ্যাক্ট্রেস হইতে পারত, ম্যে বি তারেও ডিজায়ার করা যাইত; কিন্তু যে কিনা সেলসগার্ল, তার প্রেমে কি আর পইড়া থাকা যায়; বা যায় হয়তো যদি আপনি এনাফ রিচ হইতে পারেন, বিমানের উঁচা থিকা দেখলে যেইখানে দুইতলা আর দশতলা বিল্ডিঙের তেমন কোনো ডিফ্রেন্স নাই। আর আপনারে আসলে ডিসিশান নিতে হবে, প্রেমের; যে আপনি শুরু করবেন, না শেষ করবেন, নাকি থাকতেই থাকবেন, যদিও এইটা সম্ভব না আর … সময় তা বলে দিবে বইলা আটকাইয়া থাকা যাবে না মনেহয়। সো, স্টোরিতে বিলিভ করতে হবে। রিয়্যালিটি হইল, কোনো-এক ডিটেক্টিভের মাঝরাতে দেখা আজাইরা কোনো ড্রিম; ছোট্ট কোনো ফ্যাক্টের ধাক্কায় ইরিলিভেন্ট হয়া উঠবে।
হেই ফ্লিং-লাভার, এক্সট্রা-ম্যারিটাল কোনো রিলেশনশিপে যাওয়ার আগে একটু তো ডরাইবেন!
Movie Title: Match Point ।। Genre: psychological thriller ।। Written & Directed by Woody Allen ।। Starring by Jonathan Rhys Meyers, Scarlett Johansson, Emily Mortimer, Matthew Goode, Brian Cox, Penelope Wilton. ।। Running Time: 124 minutes ।। Released in 2005
… …
- এন্ড্রু কিশোর আর ক্যাসেটে বন্দী আমাদের গানের জীবন || ইমরুল হাসান - July 22, 2020
- বাংলাদেশি সিনেমা : অ্যা ব্রিফ হিস্ট্রি ১ || ইমরুল হাসান - July 15, 2020
- আবারও কবিতার নয়া বই || ইমরুল হাসান - September 14, 2019
COMMENTS