পার্পল রেইন || আনম্য ফারহান

পার্পল রেইন || আনম্য ফারহান

প্রিন্স অ্যান্ড দ্য রেভোল্যুশন-এর পার্পল রেইন গানের অনুবাদ। লিরিক লিখসেন প্রিন্স নিজেই। অরিজিন্যাল লিরিক ও গানের লিঙ্ক লেখার শেষে রাখা আছে। — আনম্য ফারহান

কখনোই তোমার দুঃখের কারণ হতে চাই নাই
কখনোই চাই নাই তোমার কষ্টের কারণ হতে
শুধু একবার তোমাকে হাসতে দেখতে চেয়েছিলাম
শুধু চাই তোমাকে পার্পল রেইনে হাসতে দেখতে

পার্পল রেইন, পার্পল রেইন
পার্পল রেইন, পার্পল রেইন
পার্পল রেইন, পার্পল রেইন

শুধু চাই তোমাকে পার্পল রেইনে গোসল করতে দেখতে
কখনোই তোমার শুক্রবারের প্রেমিকটি হতে চাই নাই
শুধু চেয়েছিলাম কোনো-এক-ধরনে তোমার বন্ধু হতে
বাবু, আমি তোমাকে অন্যের কাছ থেকে চুরি করতে পারি না কখনোই
খুবই লজ্জাজনক যে শেষ হতে হয়েছিল আমাদের বন্ধুত্ব তাতে

পার্পল রেইন, পার্পল রেইন
পার্পল রেইন, পার্পল রেইন
পার্পল রেইন, পার্পল রেইন

শুধু চাই তোমাকে পার্পল রেইনের নিচে দেখতে
সোনা আমি জানি, আমি জানি, আমি জানি সময় বদলে যাচ্ছে
নতুন কিছু করার সময় আমাদের দ্বারপ্রান্তে
তবে তো তোমারও
আর তুমি বলো তুমি একজন কর্তা চাও
আসলে তুমি মানাতে পারছ না মনকেই
আমি বলি কি তুমি এগুলো মাথা থেকে সরাও
এবং আমাকে নিয়ে যেতে দাও, তোমাকে পার্পল রেইনের দিকে

পার্পল রেইন, পার্পল রেইন
পার্পল রেইন, পার্পল রেইন

যদি তুমি জানো উপরে এইখানে আমি কী গান গাইছি
চলে আসো, হাত বাড়াও
পার্পল রেইন, পার্পল রেইন

শুধু তো তোমাকে দেখতে চাই, শুধু চাই তোমাকে পার্পল রেইনে দেখতে


পার্পল রেইন অফিশিয়্যাল ভিডিয়ো
পার্পল রেইন লাইভ ভার্শন
পার্পল রেইন অরিজিন্যাল লিরিক

২৮/১০/২০২২


আনম্য ফারহান রচনারাশি

COMMENTS

error: