আমাদের হৃদ্যতায়, শিল্প-সাহিত্যের প্রতি ভালোলাগা ও ভালোবাসায় অনুষ্ঠিত হয়ে গেল মনোজ আড্ডা।
অনেকদিন পর শিল্প-সাহিত্যের কাগজ ‘মনোজ’ চতুর্থ প্রকাশ উপলক্ষ্যে সিলেটের পূর্ব-জিন্দাবাজারে গত ০৩ সেপ্টেম্বর ২০২২ অপরাহ্ন ৫টা থেকে আমরা মিলেছিলাম আড্ডায়। মিলনস্থল ‘ফুড লাউঞ্জ’। ফর্মালিটিবর্জিত এই আনন্দ-অড্ডায় ফয়জুর রহমান ফয়েজ সম্পাদিত ‘মনোজ’ সহ নানান আলাপে/প্রসঙ্গ-অনুষঙ্গে (যেন এক কৈশোরক মেজাজে) সময় কাটল বেশ!
আর, এতে, এই আড্ডায় সশরীর যুক্ত হয়ে বহুবিধ কথালাপে প্রাণ সঞ্চার করতে ভূমিকা রাখলেন যারা :
আহমদ মিনহাজ (লেখক, ঔপন্যাসিক); মোস্তাক আহমাদ দীন (কবি, গবেষক); হোসনে আরা কামালী (কবি, প্রাবন্ধিক); জওয়াহের হোসেন (কবি, প্রাবন্ধিক); জাহেদ আহমদ (কবি, প্রাবন্ধিক); সুমন বনিক (কবি, সম্পাদক); নাজমুল হক নাজু (কবি, প্রকাশক); আবিদ ফায়সাল (কবি, ভ্রমণাখ্যানকার); মুহম্মদ ইমদাদ (কবি, অনুবাদক); শেখ লুৎফর (কথাসাহিত্যিক); মালেকুল হক (কবি, সম্পাদক); খালেদ উদ-দীন (কবি, শিশুতোষ লেখক); আলফ্রেড আমিন (কবি); অনন্ত নিগার (বিজ্ঞান বিষয়ক লেখক) ; ওয়াহিদ রোকন (কবি, অনুবাদক); মোহাম্মদ জায়েদ আলী (ছড়াকার, আঞ্চলিক ইতিহাস ও ঐতিহ্য অন্বেষক); আহমদ সালেহ (কবি); কাওসার জাহান লিপি (কবি); রাহনামা শাব্বীর চৌধুরী মনি (কবি); রওশন আরা বাঁশি (লেখক, সাহিত্যামোদী)। আমিও (ফজলুররহমান বাবুল) ছিলাম উপস্থিতদের মধ্যে একজন।
‘মনোজ’ চতুর্থ সংখ্যায় কবিতা, কবিতালোচনা, প্রবন্ধ/মুক্তগদ্য, গল্প, গানবিহার, বইবিহার, কবিস্মৃতি কিংবা অনুবাদে সূচিভুক্ত লেখকদের মধ্য আছেন রয়েছেন — শিমুল মাহমুদ, হোসনে আরা কামালী, জওয়াহের হোসেন, জিললুর রহমান, মুহম্মদ ইমদাদ, হাফিজ রশিদ খান, ফজলুররহমান বাবুল, ওয়ালি মাহমুদ, আবিদ ফায়সাল, সৈয়দ আফসার, অনন্ত নিগার (অনুবাদ : ফাদওয়া তুকান), কামাল রাহমান, প্রশান্ত মৃধা, ওয়াহিদ রোকন, পারভেজ রশীদ মঙ্গল, আবু মকসুদ, আলফ্রেড আমিন, শেখ লুৎফর, নাজমুল হক নাজু, মোস্তাক আহমাদ দীন, মালেকুল হক, জাহেদ আহমদ, অনুপম হাসান, নুসরাত সুলতানা, ফয়জুর রহমান ফয়েজ, মঈনুস সুলতান, মোহাম্মদ জায়েদ আলী। এছাড়া টি এস এলিয়ট-এর ‘The Idea of a Literary Review’ লেখাটি বাংলায় ‘সাহিত্য পত্রিকা বিষয়ক ধারণা’ শিরোনামে পার্থসারথি ভৌমিক-এর অনুবাদে পুনঃমুদ্রণ হিশেবে যুক্ত হয়েছে।
পত্রিকার প্রচ্ছদচিত্র এঁকেছেন শিল্পী সত্যজিৎ রাজন। দেশের অনলাইন ও অফলাইন বইপত্র বেচাবিকির উৎসগুলোয় এরই মধ্যে অ্যাভেইলেবল আছে এই সংখ্যা ‘মনোজ’। সাড়ে-আট ফর্মা সাময়িক পত্রিকাটির দাম ১৫০ টাকা।
অবদায়ক / ফজলুররহমান বাবুল
- সহনশীলতা, সহানুভূতি ও মানবতা - December 7, 2023
- অনন্য নয়, অনেক || ইলিয়াস কমল - December 7, 2023
- দশকতামামি ১ / দশকভিত্তিক অর্জন ও স্বকীয়তা : বাংলাদেশের কবিতার অনুসন্ধান ও বিচারপ্রবণতা - December 6, 2023
COMMENTS