মিথ এবং স্মৃতির নাক্ষত্রিক অনুরণন : স্টার ওয়ার্স || সাব্বির পারভেজ সোহান

মিথ এবং স্মৃতির নাক্ষত্রিক অনুরণন : স্টার ওয়ার্স || সাব্বির পারভেজ সোহান

পুরাণ। চলচ্চিত্র ইতিহাসের পুরাণ।

মিথ এবং স্মৃতির নাক্ষত্রিক অনুরণন ‘স্টার ওয়ার্স’ (Star Wars)। সহজ, সুন্দর, রহস্যময়, উত্তেজনায় ভরপুর। সোজা ভাষায় কথা বলে এবং মনের ভেতরেstar-wars-movie-poster স্থায়ী জায়গা করে নেয়। লুকাস সৃষ্টি করেছেন নিজের খেয়ালের এক খেলাঘর। যেখানে ভালো এবং মন্দের চিরন্তন লড়াই পরতে পরতে ব্যাপ্ত; হোক-না তা বিনোদনের মোড়কে। নক্ষত্রযুদ্ধের দার্শনিক ভীত দৃঢ়, যদিও তা বিনোদনকে ছাপিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালায় না, বরং সৌম্য নীরবতায় মিশে থাকে গোটা সিনেমায়।

কুরোসাওয়া নামের এক যাদুকরের হাতে চলচ্চিত্রের আকাশে জন্ম নিয়েছিল হিডেন ফোর্ট্রেস আর ইয়োজিম্বো-এর মতো ছায়াপথেরা; আর সেই ছায়াপথের সন্তান-নক্ষত্র হিসেবে আমরা পেয়েছি সার্জিও লিওনের ভালো মন্দ ও কুৎসিতের আখ্যান। আর সেই আখ্যানের আরেক নাম লুকাসের ‘স্টার ওয়ার্স’। তবে কি-না কুরোসাওয়ার চরিত্রদের মাঝে রক্তমাংস ব্যাপারটা বেশ জান্তব, জীবন্ত; লিওনের ক্ষেত্রেও বলা যায় সে-কথা, যদিও তাঁর চরিত্ররা পৌরাণিক নায়ক ও শয়তানের আবর্তে অনেক স্বচ্ছন্দ। সেদিক থেকে লুকাসের চরিত্ররা অনেক অনেক স্বপ্নিল ও রঙিন; সাদাকালো বাস্তবতা তাদের মাঝে পরোক্ষ নয়।

star wars
আমেরিকান কালচারের এক নিরবিচ্ছিন্ন অংশ এই সৃষ্টি। আজ ২০১৪ তে আমি, বাংলাদেশের এক চলচ্চিত্রপ্রেমিক যে আনন্দ পেলাম, তা ১৯৭৭ এ প্রতিটা আমেরিকান নাগরিক চেটেপুটে নিয়েছে। আর, সিকুয়েল-প্রিকুয়েলের ধারণাকে বিশ্বব্যাপী ব্যাধির মতো ছড়ানোর দায়টা লুকাস-স্পিলবার্গকে নিতে হবে অথবা দিতে হবে; তা আমরা চাই বা না চাই । ব্যক্তিগত সিনেমার দহনে জল ঢেলে দেওয়া ‘জস’, ‘স্টার ওয়ার্স’, ‘ইন্ডিয়ানা জোন্স’-এর নির্মাতাদের এই সিনেমাগুলোও কিন্তু কম ব্যক্তিগত নয়। তবে, হলিউড বাণিজ্য বোঝে, আর বুর্জোয়াদের দুনিয়ায় শিল্পের বাণিজ্যিক মূল্য দাঁড় করাবে না হলিউড তাই কি হয়?
star wars
স্টার ওয়ার্সের নির্মানশৈলীকে তুলনা করা হয়েছে কুব্রিকের ‘স্পেস অডিসি’-র সাথে। ‘অ্যা ট্রিপ টু ম্যুন’-এর চারাগাছ বড় হয়েছে কুব্রিক আর লুকাসের হাতে। যদিও আজ স্পেশাল এফেক্টসের ‘নট ভ্যেরি স্পেশাল’ নমুনা বিরল নয়। তবে কি-না কুব্রিক যেখানে বৌদ্ধিক নির্বাণতাড়িত, লুকাস তথায় সাবলীল কৈশোরিক উচ্চারণে আগ্রহী। ‘স্টার ওয়ার্স’ তাই স্বকীয়তা ও শিকড়ের দরুণ উপভোগ্য ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে; গিমিকের অপবাদ এড়িয়ে টিকে থাকে অনবদ্য নিজস্বতায়।

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you