ফোঁপরা নাগরিক সমাজের ওপর ঠেকনা দিয়ে ছোটকাগজের শক্ত পাটাতন সৃজন করা যায় না। ওপার বাংলার ছোটকাগজের সুরতহালকে উপজীব্য করে নির্মিত তথ্যচিত্র থেকে ধারণা করি বাংলাদেশে যারা কাগজ করেন তাদের ভাবার রসদ রয়েছে। বিষয়-বৈচিত্র্য, ভাবনার বৈচিত্র্য, একরৈখিক প্রবণতাকে অস্বীকার করে বহুরৈখিকতা, ফিল্ডওয়ার্ক, কাগজ প্রকাশ করতে গিয়ে পাঠ ও পাঠ-বিশ্লেষণ আর বিপণন মিলে সেখানকার ছোটকাগজের ভিত ও গভীরতা একজন সুবিমল মিশ্রকে জীবনের শেষ দিন অবধি কেবল ছোটকাগজে লিখে যাওয়ার শক্তি যুগিয়েছিল। তাদের কাগজের লক্ষ্য এবং কারা এর পাঠক এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। বাংলাদেশে এভাবে কাগজ করা আকাশকুসুম কল্পনার শামিল। ছোটকাগজে লিখে নিজের জায়গা পাকা করা যে-কারণে তাঁর (সুবিমলের) ও অন্য অনেকের পক্ষে সম্ভব হয়েছে।
বিকল্পধারা সমাজে থাকতেই হবে। বিকল্প চিন্তা, বিকল্প রাজনীতি, বিকল্প কাগজ … সকল দিক থেকে বিকল্পের অস্তিত্ব ও বিকাশ অনিবার্য। এছাড়া সমাজ নিঃস্ব। বিচ্ছিন্ন কিছু ভালো সাহিত্য সেই সমাজে জন্ম নিতে পারে কিন্তু সামগ্রিক অর্থে সেটি কোনো ধারা হয়ে ওঠে না। আজব কারণে আমরা সেটি বুঝেও বুঝতে অপারগ! ঢাকা ও বাংলাদেশকে বাংলা সাহিত্যের রাজধানী ভেবে বগল বাজানো যেতেই পারে কিন্তু বাংলা ভাষায় সাহিত্যসৃষ্টির ধারাবাহিকতা, বৈচিত্র্য এবং পরিপক্কতায় ওপার বাংলার সাহিত্য এখনো শক্ত ভিতেই দাঁড়িয়ে রয়েছে। কেবল কলকাতাকেন্দ্রিক মূলধারার সাহিত্য দিয়ে তাকে নিরিখ করলে সেটি বোঝা যাবে না। কলকাতার বাইরে যে-পরিধি সেখানে বিকল্পধারাটি অনেক ছড়ানো ও গভীর। একটি নিজস্ব জনসংস্কৃতির ঘেরায়তন রয়েছে এই ধারায়। এটি অন্যভাবে কলকাতাকেন্দ্রিক মূলধারা ও সেখানকার ছোটকাগজবৃত্তের চালিয়াতির বাইরে একাগ্রচিত্তে নিজের ফসল ফলায়। বাংলাদেশে ঢাকার বাইরে কোনো বলয় কি অবশিষ্ট আছে? আমাদের ছোটকাগজের অর্জন এই জায়গা থেকে নিরিখ করলে তুচ্ছ মনে হয়।
আমরা এন্তার বই ছাড়তে উতলা, নিজেকে একটি প্রক্রিয়ার মধ্যে তৈরি করতে নয়। কাগজ করতে নেমে বিষয় ও ভাবনার বৈচিত্র্য আমাদের উতলা করে না। ফিল্ডওয়ার্ক দুর-কি বাত! ছোটকাগজে লেখা দিয়েই লেখক খালাস। সম্পাদক তৃপ্তির ঢেঁকুর তোলেন লেখা ছাপিয়ে। কোনো Peer review–র চল নেই। বস্তুটি সম্পাদক নিজেই বোঝেন কি-না কে জানে! কাগজ করতে নেমে পাঠচক্র, পাঠ-বিশ্লেষেণ বা সেরকম আড্ডার বালাই নেই। কারা আমার কাগজের পাঠক সে-ব্যাপারে লেখক-সম্পাদক সকলেই অন্ধকারে বসে ঢিল ছোড়েন। কাগজের বিপণন নিয়ে ভাবার ফুরসত কোথায়? শর্টকাটে দাঁও মারার ধান্ধা আমাদের জাতীয় চরিত্র এখন! ছোটকাগজ তার ব্যতিক্রম নয়। আজব এই লেখালেখি আর বই, কাগজ করার নিট ফলাফলকে অশ্বডিম্ব ছাড়া কিছু ভাবার উপায় কি রেখেছি আমরা?
Little Magazine Voices_Part 1
Little Magazine Voices_Part 2
Little Magazine Voices_Part 3
Little Magazine Voices_Part 4
তাৎক্ষণিকামালা
আহমদ মিনহাজ রচনারাশি
- কাব্য ও বিজ্ঞান || শ্রীঅশোকবিজয় রাহা বি.এ - January 14, 2025
- মুরারিচাঁদ কলেজ, অশোকবিজয় রাহা এবং একটি অগ্রন্থিত রচনা || মোহাম্মদ বিলাল - January 14, 2025
- জনতার কাব্যরুচির প্রতীক || ইলিয়াস কমল - December 14, 2024
COMMENTS