রোম্যান্টিক কমেডি সিনেমাগুলায় অভিনয় করতে যেয়ে দেখি যে কেবল কমেডি করে যাওয়াতেই ফিমেইল কাস্টগুলার পার্ট লিমিটেড। এইজন্যেই আমি রোম্যান্টিক কমেডি ঘিন্না করি।
নারী হয়া জন্মাইসেন, আপনি মানুষের জন্মদাতা বা মানুষের জন্ম হয় আপনার গর্ভ থিকা, সবই ঠিকাসে, কিন্তু তার মানে এও তো না যে একজনের ফ্যামিলি দরকার আর আপনি ইয়াআলি বইলা সেই ভদ্রলোকের ফ্যামিলিশখ পূরণের লিগা আরম্ভ করলেন বাচ্চা পয়দাইতে। এইটা আপনাকে করতেই হবে এমন তো না।
রোম্যান্টিক কমেডিগুলা সাধারণত কোনো এক ব্যক্তির দৃষ্টিভঙ্গি ঘিরে আবর্তিত হইতে চায়। কিন্তু বাস্তবে একজন মানুষ সবসময় আরেকজন মানুষের দৃষ্টিভঙ্গির লগে ব্যালেন্স করার ভিত্তিতে জীবনটা যাপন করে। একব্যক্তির প্রেফ্রেন্স কখনোই জীবন না।
ল্যভ এবং রোম্যান্স নিয়া আমি কিছুই জানি না। কাজেই রোম্যান্টিক কমেডি না, আমি নিছক কমেডি সিনেমায় অভিনয় করার দিকে বেশি আগ্রহী।
আমি নিয়ন্ত্রণ করতে চাই সবকিছু, যথানিয়ম সবকিছু হাজির দেখতে চাই সামনে, এবং আমার দরকারি যাবতীয়কিছুর তালিকা সামনে চাই। মিনিটে মাইল পারায়া যায় আমার মন। অতএব আমারে হ্যান্ডল করা কারো পক্ষে কঠিনই তো হবার কথা।
চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
COMMENTS