মেঘদলের তুলনা একমাত্র শামুকের সাথেই হতে পারে। এত স্লথ, এত ধীর, এত একা একা। একটু কাব্য করেই বললাম। আমরা কুড়ি পেরিয়ে গেলাম প্রায় ধ্যান করতে করতে। আমরা এই সময়ের ব্যাকবেঞ্চার্স। গত কুড়ি বছরে ২৮০০ গান স্যরি ২৮টি গান প্রকাশ করেছে মেঘদল। আমাদের গতি আরেকটু স্লথ হলে হয়ত এই ২৭ সংখ্যাটি কুড়িতে এসেও ঠেকতে পারতো। কুড়ি বছর আগে যখন শুরু করি তখন আমি অন্তত ভাবিনি আমাদের গান এত মানুষ শুনবে, সেসব নিয়ে আবার কথা হবে। কিন্তু যেদিন আমি ‘মেঘ’ গানটি তৈরি করি সেদিন এক আশ্চর্য শক্তি অনুভব করেছিলাম ভেতরে। তখন প্রাচ্যনাট করি, দলবেঁধে একটাকিছু করার হাতেখড়ি ততদিনে হয়ে গেছে। দর্শকের সামনে দাঁড়িয়ে অভিনয় করার মতো শক্ত কাজের অভিজ্ঞতাও হয়ে গেছে। এরই মধ্যে এই ‘মেঘ’ গানটি আমাকে বদলে দিলো। মনে হলো পথে কুড়িয়ে পাওয়া চাবি দিয়ে এক গোপন দরজা খুলে গেছে। আর আমি মিয়াজাকির স্পিরিটেড অ্যাওয়ের মতো সেই লিবিরিন্থের ভেতর ঢুকে পড়েছি। সেখানে পৃথিবীটা কী অদ্ভুত নতুন! সেখানে আমাদের সামগ্রিক বেদনাবোধ কোমল ঋষভে বেজে উঠছে আর হর্ষধ্বনিগুলো যেন জমজমাট কোরাস। যদিও মেঘদলের পুরো সময়টা বিষণ্ণতার চাদরেই মোড়ানো ছিল। প্রেম, বিচ্ছেদ, হেরে-যাওয়া, প্রতিরোধ, একা-হয়ে-যাওয়ার ব্যালাড নির্মাণ করাই ছিল মেঘদলের কাজ। আমাদের শুরু থেকে আজ পর্যন্ত সকল সতীর্থকে আজ আমরা অফিশিয়্যালি ধরে রাখতে না পারলেও তাদের সকলের শুভাশীষ আর আমাদের প্রগাঢ় বন্ধুত্ব একে অপরের মধ্যে আজও বিরাজমান। কুড়ি বছরে মেঘদল শ্রোতাদের কি দিয়েছে সে-প্রশ্ন না করে বরং বলব কুড়িটি বছর ধরেই আমরা অগণিত শ্রোতাদের ভালোবাসা পেয়ে আসছি। এই ঋণ শুধবার নয়। সকল কিছুর ভেতরেও আশার কথা হচ্ছে মেঘদল আজও গাইছে নতুন বাংলা গান। আমাদের এই যৌথ শামুকবাস যতই স্লথ হোক আমরা আজও সুর আর কথাকে উদযাপন করে চলেছি। নতুন বাংলা গান আমাদের পথ দেখাচ্ছে সামগ্রিক এই অন্ধকার সময়ে।
…
মেঘদলের কুড়ি পেরিয়ে ফরাসি কবি রেনে গি কাদু আর সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রীচরণে এই গান। এই গানে মাতোয়ারা ছিলাম একদা। প্রেম অপ্রেম আর বিচ্ছেদ পেরিয়ে আবার হেঁটে গেছি নতুন কোনো জংশনে, কোনো দুখের রেলপথে। জেনেছি কোন বাক্য আসলেই অশ্রুত আর প্রকৃত অন্ধকার। আত্মার ভেতরে এক বিন্দু সত্যের মতো তা টিমটিম আজও জ্বলছে। ভালোবাসা ফেসকার্ডের সকল বন্ধুদের স্পেশালি আমাদের অনুজ সজল অলককে যে না থাকলে এসব পাগলামির কিছুই হতো না। ভালোবাসা বন্ধুরা।
- মুহাম্মদ শাহজাহান : অগ্রন্থিত প্রস্থান - March 15, 2023
- বইয়ের খবর লেখকের জবানে / মুমূর্ষু খয়েরি রাত ও শিবু কুমার শীল - February 28, 2023
- মাসানোবু ফুকুওকা : এক তৃণখণ্ডের প্রতিরোধ || আহমদ মিনহাজ - February 28, 2023
COMMENTS