আচ্ছা, নোবেল পুরষ্কারের খবর পাওয়ার পর কি ভদ্রলোকের ক্লাশ ছুটি দিয়ে দেয়া উচিৎ ছিল?
তিনি ফোনকল রিসিভ করেছেন, তারপর যথারীতি ক্লাশে ফেরত গেছেন। এইটাই স্বাভাবিক। অন্যরকম কিছু হইলে বরং ছ্যাবলা লাগত। এখানে ডেডিকেশনের কিছু নাই।
আমি একদা একটা সাহিত্য পুরষ্কার পাইছিলাম। ফোনকল যখন আসে, আমি সেলুনে চুল কাটাইতেছিলাম। খবর অবগত হওয়ার পর ফোন রাইখা আবারো নাপিতের কাঁচির নিচে ফেরত গেছিলাম। এইটাই স্বাভাবিক। ডেডিকেশনের কিছু নাই এখানে।
ডেডিকেশনের আলাপটা আসলো এজন্য যে, নোবেল প্রাইজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য শেয়ার করা হয়েছে ‘ডেডিকেটেড টিচার অ্যালার্ট’ ট্যাগ দিয়ে। এটা বেশ আশ্চর্যের। ভদ্রলোক শিক্ষকতায় নোবেল পান নাই, গবেষণায় পাইছেন।
Latest posts by গানপার (see all)
- সহনশীলতা, সহানুভূতি ও মানবতা - December 7, 2023
- অনন্য নয়, অনেক || ইলিয়াস কমল - December 7, 2023
- দশকতামামি ১ / দশকভিত্তিক অর্জন ও স্বকীয়তা : বাংলাদেশের কবিতার অনুসন্ধান ও বিচারপ্রবণতা - December 6, 2023
COMMENTS